ছবিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সৌদি আরবের জেদ্দায় দেখা যাচ্ছে। ১০ মার্চ, ২০২৫।
সোমবার (১০ মার্চ) রুবিও সৌদির জেদ্দা শহরে পৌঁছেছেন; মঙ্গলবার সেখানে তিনি ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন।
জেদ্দায় পৌঁছে সোমবার, রুবিও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদেের সঙ্গে দেখা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুসের কথায়, তাদের মধ্যে বৈঠকটির লক্ষ্য এই অঞ্চলে সম্মিলিত স্বার্থ এগিয়ে নেওয়া এবং যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ক জোরদার করা।
জেদ্দায় যাওয়ার পথে সংবাদদাতাদের সঙ্গে কথা বলতে গিয়ে রুবিও সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে মঙ্গলবারের পরিকল্পিত বৈঠক নিয়ে আশা প্রকাশ করেছেন। যদিও তিনি যোগ করেছেন, ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে খনিজ চুক্তির বিস্তারিত নিয়ে এখনও অনেক কাজ বাকি রয়েছে।
রুবিও বলেন, ওয়াশিংটনের কিয়েভের অবস্থান বুঝতে হবে এবং তারা কী ছাড় দেবে সে বিষয়ে একটা সাধারণ ধারণা থাকা দরকার।
সৌদি আরব মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনা আয়োজন করতে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার পর অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠক।
ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিও সোমবার সৌদি আরবে পৌঁছেছেন।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা “ইউক্রেন সংকট সমাপ্ত করতে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য” প্রচেষ্টা অব্যাহত রাখবে।