অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র-ইউক্রেন আলোচনায় অংশ নিতে সৌদি আরবে রুবিও


পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২০২৫ সালের ১০ মার্চ জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানান।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২০২৫ সালের ১০ মার্চ জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যখন মধ্যস্থতা করছেন, তার অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার যুক্তরাষ্ট্র-ইউক্রেন আলোচনার জন্য সৌদি আরবের জেদ্দায় পৌঁছান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, জেদ্দায় থাকাকালীন রুবিও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের সাথেও বৈঠক করবেন। রুবিও তার সাথে ওই অঞ্চলে অভিন্ন স্বার্থকে এগিয়ে নেয়া এবং যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা করবেন।

মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তাদের সাথে আলোচনার প্রত্যাশা নিয়ে জেদ্দা সফরে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন রুবিও।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, রুবিও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রীর সাথে শুক্রবার এক ফোন কলে “যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় সংকল্পের উপর জোর দিয়েছেন। তিনি আরও বলেন, টেকসই শান্তি নিশ্চিত করতে সকল পক্ষকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।”

সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকের জন্য উপসাগরীয় দেশটিতে গেছেন। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে মঙ্গলবারের আলোচনায় তিনি অংশ নেবেন না।

মঙ্গলবার জেলেন্সকির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাকের নেতৃত্বে ইউক্রেনের একটি কূটনৈতিক ও সামরিক প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য সৌদি আরবে অবস্থান করবে। ইউক্রেনের প্রতিনিধি দলে আরও থাকবেন সিবিহা, প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ এবং সামরিক কমান্ডার পাভলো পালিসা।

ইউক্রেনের কর্মকর্তাদের সাথে জেদ্দার আলোচনায় রুবিও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সাথে যোগ দেবেন।

জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

সৌদি আরব সফরের পর রুবিও ১২ থেকে ১৪ মার্চ জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে কানাডার শার্লেভু যাবেন।

ফেব্রুয়ারিতে মিউনিখ সুরক্ষা সম্মেলনের পার্শ্ব বৈঠকে আলোচনার পরে এক যৌথ বিবৃতিতে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা “টেকসই শান্তি অর্জন” করতে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ইউক্রেনের জন্য শক্তিশালী সুরক্ষা গ্যারান্টি বিকাশের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছেন।

XS
SM
MD
LG