অ্যাকসেসিবিলিটি লিংক

 
কানাডার ক্ষমতাসীন দল মার্ক কার্নিকে তাদের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে 

কানাডার ক্ষমতাসীন দল মার্ক কার্নিকে তাদের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে 

ছবিতে মার্ক কার্নিকে দেখা যাচ্ছে, যিনি কানাডার লিবারেল পার্টি দ্বারা দলের নতুন নেতা এবং দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। রবিবার, ৯ মার্চ, ২০২৫।

তার স্ত্রী ডায়ানা ফক্সও তার সাথে ছিলেন। নির্বাচিত হওয়ার পর তাকে কানাডার বিদায়ী প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোকে আলিঙ্গন করতে এবং সেখানে উপস্থিত সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।

কার্নি এর আগে ব্যাংক অব কানাডা এবং ব্যাংক অব ইংল্যান্ড, গভর্নর হিসেবে পরিচালনা করেছেন।

লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচন ভোটে চূড়ান্ত গণনায় ৮৫.৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ৫৯ বছর বয়সী মার্ক কার্নি।

কার্নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়েছেন, এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান বাণিজ্য যুদ্ধ জেতার প্রতিজ্ঞা করে বলেছেন যে তার দেশ কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না।

বিজয়ী ভাষণে কার্নি সতর্ক করেন যে ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র কানাডাকে দখল করার চেষ্টা করছে।

প্রেসিডেন্ট ট্রাম্প লাগাতার কানাডাকে “৫১ তম অঙ্গরাজ্য” হিসেবে উল্লেখ করছেন এবং ট্রুডোকে প্রধানমন্ত্রীর পরিবর্তে “গভর্নর” হিসেবে সম্বোধন করেছেন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন যে কানাডা যুক্তরাষ্ট্রের কাঠ ও দুগ্ধজাত পণ্যের উপর বছরের পর বছর শুল্ক আরোপ করে “নিঃশেষ করে দিচ্ছে”। তিনি কানাডার উপর অবিলম্বে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ট্রাম্প বৃহস্পতিবার মেক্সিকো ও কানাডার পণ্যের উপর ২৫% শুল্ক চার সপ্তাহের জন্য মূলতবি করেন।

কানাডাকে অক্টোবরের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে, তবে কয়েক সপ্তাহের মধ্যে একটি আগাম নির্বাচনও হতে পারে। বর্তমান জরিপে বিরোধী কনজারভেটিভরা সামান্য এগিয়ে রয়েছে বলে দেখা গেছে।


XS
SM
MD
LG