📷 যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল ওয়াশিংটনে বতসোয়ানার প্রেসিডেন্ট অ্যাডভোকেট দুমা গিদিয়ন বোকোর সঙ্গে সাক্ষাৎ করেন। স্পেসএক্সের সহযোগিতায় বতসোয়ানা প্রথম উপগ্রহ বটস্যাট-১-এর আসন্ন উৎক্ষেপণের জন্য প্রেসিডেন্ট বোকোকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও বতসোয়ানার মধ্যে ঘনিষ্ঠ কৌশলী সম্পর্কের (বিশেষ করে বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে) গুরুত্বের বিষয়টি পুনরায় নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও প্রেসিডেন্ট বোকো।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও বতসোয়ানার প্রেসিডেন্টকে পররাষ্ট্র দফতরে স্বাগত জানান

১

২

৩

৪