অ্যাকসেসিবিলিটি লিংক

পারিবারিক সহিংসতা থেকে সুরক্ষার দাবিতে তুরস্কে বিক্ষোভ


তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভের চিত্র (৮ মার্চ, ২০২৫)
তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভের চিত্র (৮ মার্চ, ২০২৫)

শনিবার তুরস্কের শহরগুলোতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হাজার হাজার নারী সড়কে নেমে বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেন।

প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ানের সরকার ২০২৫ সালকে পরিবারের বছর হিসেবে ঘোষণা দিয়েছে। বিক্ষোভকারীরা নারীর ভূমিকাকে বিয়ে ও মাতৃত্বে সীমাবদ্ধ রাখার ধারণার বিরুদ্ধাচরণ করেন। তারা “পরিবার আমাদেরকে সারা জীবনের জন্যে আটকে রাখবে না” এবং “পরিবারের স্বার্থে আমাদেরকে উৎসর্গ করা চলবে না” লেখা ব্যানার হাতে প্রতিবাদ জানান।

সরকারের বিরুদ্ধে নারীর অধিকারের ওপর সীমাবদ্ধতা আরোপ ও নারীর বিরুদ্ধে সহিংসতা ঠেকাতে যথেষ্ঠ উদ্যোগ না নেওয়ার অভিযোগ এনেছেন সমালোচকরা।

২০২১ সালের এরদোয়ান একটি ইউরোপীয় চুক্তি থেকে তুরস্ককে প্রত্যাহার করেন। এই চুক্তির নাম ছিল ইস্তাম্বুল কনভেনশন, যা নারীদের পারিবারিক সহিংসতার হাত থেকে রক্ষা করত। তুরস্কের উই উইল স্টপ ফেমিসাইডস প্ল্যাটফর্ম বলছে, ২০২৪ সালে পুরুষের হাতে ৩৯৪ জন নারী নিহত হয়েছেন।

গত সপ্তাহে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে, যার ফলে সরকারের সঙ্গে ওই গোষ্ঠীর প্রায় ৪০ বছরের সংঘাতের অবসান ঘটানোর আশা জেগেছে। ওই ঘোষণার পর নারী দিবসের অনুষ্ঠানগুলো ছিল জনসম্মুখে এ ধরনের প্রথম পরিকল্পিত আয়োজন।

নিষেধাজ্ঞা সত্ত্বেও সন্ধ্যায় ইস্তাম্বুলের ইউরোপীয় অংশে অসংখ্য নারীর একটি নারীবাদী রাত্রিকালীন পদযাত্রায় অংশ নেওয়ার কথা । সাম্প্রতিক বছরগুলোতে ইস্তাম্বুলে মিছিলের জন্য জমায়েত হওয়ার প্রথাগত জায়গা তাকসিম চত্বরে নারীদের বিক্ষোভ করার যেকোনো উদ্যোগে বাধা দিয়ে এসেছে কর্তৃপক্ষ।

বিকালের শুরু থেকেই পার্শ্ববর্তী মেট্রো স্টেশনগুলো বন্ধ ছিল এবং শহরের মূল বাজার-সংলগ্ন একটি সড়কসহ অন্য অনেকগুলো সড়ক বেষ্টনী দিয়ে আটকে রাখা হয়।

বেয়োগলু জেলার গভর্নরের কার্যালয় জানিয়েছে,“আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমাজে শান্তি বিঘ্নিত হতে পারে এমন পদক্ষেপ” এড়াতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

XS
SM
MD
LG