ছবিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে টেক্সাসে অবস্থিত যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শনকালে দেখা যাচ্ছে। বুধবার, ৫ মার্চ, ২০২৫।
তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড।
তারা প্রথমে টেক্সাসের ভ্যাল ভার্দে কাউন্টির লাফলিন এয়ার ফোর্স বেসে পৌঁছান।
এরপর টেক্সাসের ঈগল পাসে একটি সামরিক হেলিকপ্টার থেকে সীমান্ত এবং তারপর একটি আটক কেন্দ্র পরিদর্শন করেন ও বর্ডার পেট্রোল স্টেশন সাউথে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটসহ রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেন।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের একটি অংশের পরিদর্শন সমাপ্ত করার পর ভ্যান্স বলেছেন যে যুক্তরাষ্ট্র তার দক্ষিণ সীমান্তে আরও রিসোর্স বাড়ানোর পরিকল্পনা করেছে, যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকবে।
ভ্যান্স মন্তব্য করেছেন যে এই সফর তাকে আরও দৃঢ়ভাবে বুঝতে সাহায্য করেছে যে সীমান্ত প্রাচীর নির্মাণ সম্পন্ন করার পাশাপাশি এই এলাকায় নজরদারির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহারও জরুরি।
ভ্যান্স বলেছেন, ট্রাম্প প্রশাসন এখনও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ব্যাপক হারে অবৈধ অভিবাসীদের বহিষ্কারের জন্য তাদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে।
তার কথায়, এই প্রক্রিয়ার জন্য অতিরিক্ত তহবিলের প্রয়োজন এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন অভিবাসন নীতি প্রয়োগ ব্যবস্থাকে দুর্বল করে ফেলেছেন, যার ফলে এই উদ্যোগ বাস্তবায়নে বাধা সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মেক্সিকান মাদক কার্টেলগুলোর দিকে বেশি মনোযোগ দিচ্ছে, তবে মেক্সিকোতে আক্রমণ করার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভ্যান্স এবং হেগসেথ প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের পর সীমান্ত পরিদর্শন করতে যাওয়া সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা।
তাদের এই সফর এমন সময়ে হয়েছে, যখন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেছেন যে তিনি শপথ নেওয়ার পর থেকে সীমান্ত প্রবেশের সংখ্যা অনেক কমে গেছে।