অ্যাকসেসিবিলিটি লিংক

 
যুক্তরাষ্ট্র সরে আসার পর ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য দিচ্ছে ফ্রান্স

যুক্তরাষ্ট্র সরে আসার পর ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য দিচ্ছে ফ্রান্স


সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের পর ফ্রান্সের সশস্ত্র বাহিনীর মন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু রাষ্ট্রপতির প্রাসাদ ‘এলিসি’ থেকে বের হচ্ছেন। প্যারিস। ফটোঃ ৫ মার্চ, ২০২৫।
সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের পর ফ্রান্সের সশস্ত্র বাহিনীর মন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু রাষ্ট্রপতির প্রাসাদ ‘এলিসি’ থেকে বের হচ্ছেন। প্যারিস। ফটোঃ ৫ মার্চ, ২০২৫।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু বৃহস্পতিবার বলেছেন, ফ্রান্স ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা বিভাগীয় তথ্য ভাগ করে নিচ্ছে; যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় রদ করার বিষয়ে ঘোষণা দেওয়ার পর ফ্রান্সের এই পদক্ষেপ।

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কিয়েভের যুদ্ধে ইউক্রেনকে সাহায্যের জন্য ব্যয় ও অঙ্গীকার জোরালো করে প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করার বিষয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে এক শীর্ষ সম্মেলনে সমবেত হন; ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিও সেখানে উপস্থিত ছিলেন। এরপর ফ্রান্স এই সিদ্ধান্ত নিলো।

বৈঠকের আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা “আগামীতে চূড়ান্ত পদক্ষেপ নেবে।” পাশাপাশি, নতুন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সাহায্যদানের সিদ্ধান্ত বদল করায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

ম্যাক্রোঁ বলেন, “ইউরোপের ভবিষ্যৎ ওয়াশিংটন বা মস্কোতে বসে নির্ধারণ করা যাবে না।”

গত সপ্তাহে হোয়াইট হাউসে জেলেন্সকির সঙ্গে ট্রাম্পের উত্তপ্ত বাক্যবিনিময়ের পর এই সপ্তাহের শুরুতে কিয়েভের জন্য সামরিক সাহায্য বাতিল করতে যুক্তরাষ্ট্রকে নির্দেশ দিয়েছেন তিনি।

সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ বুধবার বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রও কিয়েভের সঙ্গে তাদের গোয়েন্দা বিভাগীয় তথ্য বিনিময় বন্ধ করেছে, যদিও এটা সাময়িক কেননা জেলেন্সকি বলেছেন, ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডা “দুঃখজনক” এবং ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তি বৈঠকের জন্য প্রস্তুত।

২০২২ সালে যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে উল্লেখযোগ্য হারে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে; রুশ বাহিনীকে নিশানা করতে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রয়োজনীয় একান্ত গুরুত্বপূর্ণ তথ্যও রয়েছে এর মধ্যে।

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ বুধবার সংবাদদাতাদের বলেছেন, যুক্তরাষ্ট্র এক পা পিছিয়ে এসেছে এবং প্রশাসন ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা বিভাগীয় সম্পর্কের “সমস্ত দিক পর্যালোচনা” করছে।

XS
SM
MD
LG