অ্যাকসেসিবিলিটি লিংক

 
আসাদ আমলের রাসায়নিক অস্ত্র থেকে মুক্ত থাকতে সিরিয়া প্রতিজ্ঞাবদ্ধ

আসাদ আমলের রাসায়নিক অস্ত্র থেকে মুক্ত থাকতে সিরিয়া প্রতিজ্ঞাবদ্ধ


ফাইল- এক ব্যক্তি একটি গর্তের দিকে আঙ্গুল দেখাচ্ছেন যেখানে সারিন গ্যাস ভর্তি একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র আঘাত হানে, ২০১৩ সালের রাসায়নিক অস্ত্রের আক্রমণের সময় যার জন্য তদানীন্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দায়ী করা হয়। দামেস্ক, সিরিয়া, ২৫ ডিসেম্বর, ২০২৪।
ফাইল- এক ব্যক্তি একটি গর্তের দিকে আঙ্গুল দেখাচ্ছেন যেখানে সারিন গ্যাস ভর্তি একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র আঘাত হানে, ২০১৩ সালের রাসায়নিক অস্ত্রের আক্রমণের সময় যার জন্য তদানীন্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দায়ী করা হয়। দামেস্ক, সিরিয়া, ২৫ ডিসেম্বর, ২০২৪।

বুধবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাশার আল আসাদের পতনের পর অবশিষ্ট রাসায়নিক অস্ত্র থেকে তার দেশকে দ্রুত মুক্ত করতে সংকল্প ব্যক্ত করেছেন এবং এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

দ্য হেইগে অর্গানাইজশান ফর দ্য প্রোহিবিশান অফ কেমিকাল ওয়েপানস( ওপিসিডব্লিউ)’র রুদ্ধ-দ্বার বৈঠকে আসাদ হাসান শিবানি বক্তব্য রাখেন । তিনিই হচ্ছেন সিরিয়ার প্রথম পররাষ্ট্রমন্ত্রী যিনি নিরস্ত্রীকরণ সংস্থায় তাঁর বক্তব্য রাখেন।

২০১৩ সালে সারিন গ্যাসে শত শত লোক প্রাণ হারানোর পর বাশার আল আসাদের নেতৃত্বাধীন সিরিয়া যুক্তরাষ্ট্র-রাশিয়ার অধীনে এই সংস্থায় যোগ দেয় এবং ১,৩০০ মেট্রিক টন রাসাযনিক অস্ত্র এবং তা প্রস্তুতের উপাদানগুলি নষ্ট করে দেওয়া হয়।

তবে জাতিসংঘ- ওপিসিডব্লিউ’এর যৌথ তদন্তে , ওপিসিডব্লিউ’এর অনুসন্ধানী ও চিহ্নিতকরণ দল এবং জাতিসংঘের যুদ্ধাপরাধ তদন্ত দল – এই তিনটি তদন্তে বেরিয়ে আসে যে আসাদের অধীনে গৃহযুদ্ধের সময়ে সিরীয় সরকারি বাহিনী তাদের আক্রমণে সারিন গ্যাস এবং ক্লোরিন ব্যারেল বোমা ব্যবহার করে যাতে হাজার হাজার লোক হতাহত হয়।

সদস্য হওয়ার কারণে দামেস্কে এ ব্যাপারে অনুসন্ধান হওয়ার কথা কিন্তু এক দশকেরও বেশি সময় ধরে ওপিসিডব্লিউ’কে রাসায়নিক অস্ত্র কর্মসূচির সত্যিকারের ব্যাপকতা অনুসন্ধান করতে বাধা দেওয়া হয়।

এবার শিবানি প্রতিনিধিদের বলেন,“পূর্বতন শাসক গোষ্ঠী আমাদের উপর যে কয়েক দশক ধরে সমস্যা চাপিয়ে দিয়েছিল তা সমাধান করতে সিরিয়া প্রস্তুত। এই নিয়ম লংঘনের আইনি দায় আমরা উত্তরাধিকার সুত্রে পেয়েছি, আমরা নিজেরা সৃষ্টি করি নাই। তা সত্ত্বেও আমাদের প্রতিশ্রুতি হচ্ছে যা কিছু অবশিষ্ট আছে সেগুলো ধ্বংস করা যাতে এই বেদনাময় অতীতের অবসান হোক এবং নিশ্চিত করা যায় যে সিরিয়া আন্তর্জাতিক নিয়ম-নীতির সঙ্গে সম্পৃক্ত একটি দেশ হয়ে উঠেছে”।

বুধবার দিনে আরও আগের দিকে ওপিসিডব্লিউ ‘এর প্রধান ফারনান্দো অ্যারিয়াস বলেন সিরিয়ার রাজনৈতিক পরিবর্তন,“সিরিয়ার রাসায়নিক অস্ত্র কর্মসূচির পূর্ণ বিস্তৃতি সম্পর্কে ব্যাখ্যা পাওয়ার একটি নতুন ও ঐতিহাসিক সুযোগের সূচনা করেছে”।

শিবানি বলেন পরিকল্পনা শুরু হয়ে গেছে তবে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা খুব জরুরি। সিরিয়ার প্রয়োজন পড়বে প্রাযৌক্তিক সহযোগিতা, প্রায়োগিক সহযোগিতা, সক্ষমতা অর্জন, সম্পদ এবং বাস্তব ক্ষেত্রে বিশেষজ্ঞতা।

তিনি বলেন,“যদিও আসাদ সরকার এটি বহু বছর ধরে আটকে রেখেছিল, আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা বুঝতে পারি, তবে এটাও বুঝি যে এটা পরিপূর্ণভাবে সম্পাদন করতে হবে। আর তাই আমরা একা সফল হতে পারবো না”।

ওপিসিডব্লিউ ‘এর পরিদর্শকরা বলেন সিরিয়ার ঘোষিত অস্ত্র সম্ভারে বাস্তব পরিস্থিতির পরিচয় পাওয়া যায় না।

তারা এখন এমন প্রায় ১০০ টি স্থানে যেতে চায় যেখানে হয়ত আসাদের কয়েক দশকের পুরোনো রাসায়নিক অস্ত্র কর্মসূচী রয়েছে।

XS
SM
MD
LG