ছবিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পেতের সিয়ার্তোকে ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে। মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান অভিযোগ করেছেন, লন্ডনে সপ্তাহান্তে কিয়েভের প্রতি সমর্থন জানাতে সমবেত ইউরোপীয় এবং বিশ্ব নেতারা সিদ্ধান্ত নিয়েছেন যে "ইউক্রেনের যুদ্ধ চলতেই থাকবে।" ওরবান হলেন ইউরোপীয় ইউনিয়নে ট্রাম্প ও মস্কোর অন্যতম ঘনিষ্ঠ মিত্র।
রুবিও ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটানোর জরুরি প্রয়োজনীয়তা এবং অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি এবং সিয়ার্তো জ্বালানি ও প্রতিরক্ষা খাতে কৌশলগত সহযোগিতা নিয়েও আলোচনা করেছেন।
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার পর হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পেতের সিয়ার্তো ওয়াশিংটনে পৌঁছেছেন।
তিনি যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধের সম্ভাব্য প্রভাব কমাতে এবং ইউক্রেনকে সামরিক শক্তি দিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করার অবস্থানে রাখতে চান, বিশেষ করে যখন ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ হয়ে গেছে।
একই সময়ে, ইইউ-র প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৮০০ বিলিয়ন ইউরো (বা ৮৪১ বিলিয়ন ডলার) মূল্যমানের একটি পরিকল্পনা প্রস্তাব করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান।
ইউক্রেনের প্রতি যৌথ ইউরোপীয় সমর্থন দৃঢ় করতে বৃহস্পতিবার জরুরি সম্মেলন করবে ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন বলেছেন, বিশাল "রিআরম ইউরোপ" প্যাকেজটি ২৭জন ইইউ নেতার সামনে উপস্থাপন করা হবে, যারা বৃহস্পতিবার ব্রাসেলসে একত্রিত হবেন।
ইইউতে আন্তর্জাতিক বিষয় এবং ইউক্রেন সম্পর্কিত চুক্তির জন্য একমত হওয়া প্রয়োজন। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান প্রায়ই অন্যান্য ২৬টি সদস্য রাষ্ট্রের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছেন
সপ্তাহান্তে, ওরবান ইতিমধ্যেই একটি চিঠিতে জানান যে তিনি ইউক্রেনের প্রতিরক্ষা এবং তার আলোচনা টেবিলে অবস্থান নিয়ে খসড়া সিদ্ধান্তের বিপক্ষে থাকবেন।
তবে সম্মেলনের আয়োজক এবং ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা আশাবাদী যে সাধারণ প্রতিরক্ষা বিষয়ে ওরবান বাধা সৃষ্টি করবেন না।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মঙ্গলবার বলেছেন তার দেশ "যথাসম্ভব তাড়াতাড়ি" রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে রাজি এবং শান্তি চুক্তিতে পৌঁছতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের "শক্তিশালী নেতৃত্বের" আওতায় তারা কাজ করবে।
প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন, গত শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে তার বাকবিতণ্ডা "দুঃখজনক" ছিল এবং তিনি ইউক্রেনের রেয়ার আর্থ খনিজের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘ মেয়াদী অধিকার সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত যা আমেরিকার প্রযুক্তি নির্মাণকারীদের কাজে লাগবে।
ট্রাম্প ইউক্রেনের জন্য আরও সামরিক সাহায্য স্থগিত করার কয়েক ঘন্টা পর জেলেন্সকির এই বিবৃতি এলো।
(সূত্র: এএফপি, এপি, ভিওএ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর)