ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মঙ্গলবার বলেছেন তার দেশ "যথাসম্ভব তাড়াতাড়ি" রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে রাজি এবং শান্তি চুক্তিতে পৌঁছতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের "শক্তিশালী নেতৃত্বের" আওতায় তারা কাজ করবে।
প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন, গত শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে তার বাকবিতণ্ডা "দুঃখজনক" ছিল এবং তিনি ইউক্রেনের রেয়ার আর্থ খনিজের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘ মেয়াদী অধিকার সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত যা আমেরিকার প্রযুক্তি নির্মাণকারীদের কাজে লাগবে।
প্রেসিডেন্ট জেলেন্সকি এক্স সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাথে তার আলোচনা "যেভাবে হওয়া উচিত ছিল, সেভাবে হয়নি। এখন এটা শুধরানোর সময়। আমরা চাই আগামীতে সহযোগিতা এবং যোগাযোগ গঠনমূলক হবে।"
"ইউক্রেনের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার্থে আমেরিকা যা করেছে আমরা তার মূল্য দেই," প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন। "এবং আমরা মনে রেখেছি পরিস্থিতির পরিবর্তন হলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে জ্যাভেলিন সরবরাহ করলেন" যা ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। তিনি বলেন, "আমরা এজন্য কৃতজ্ঞ"।
"শান্তির প্রতি ইউক্রেনের অঙ্গীকারের কথা আমি আবার বলতে চাই," প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন। "অন্তহীন যুদ্ধ কেউ চায় না। দীর্ঘ মেয়াদী শান্তির জন্য ইউক্রেন যথাশীঘ্র আলোচনায় বসতে প্রস্তুত। ইউক্রেন অন্য সবার চাইতে বেশি করে শান্তি চাইছে"।
ভান্স ভয়েস অফ আমেরিকাকে মঙ্গলবার বলেন, "আমরা বিশ্বাস করি, যুদ্ধ বন্ধ করা রাশিয়ার জন্য সবচেয়ে ভাল হবে, সেই সাথে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ভাল হবে।"
তবে শান্তি চুক্তি করা কঠিন হতে পারে। ইউক্রেন বহুদিন ধরে দাবি করছে, মস্কো ক্রাইমিয়া দখল করার আগে ২০১৪ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সীমান্ত ছিল, তা পুনর্বহাল করতে হবে। রাশিয়া বর্তমানে ইউক্রেনের পাঁচ ভাগের এক ভাগ দখল করে আছে, যা তারা ইউক্রেনকে ফেরত না দিতে বদ্ধপরিকর।
প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে ইউক্রেনের জন্য নিরাপত্তা দিতে হবে, যাতে রাশিয়া আবার ইউক্রেন আক্রমণ করতে না পারে, এমনকি রাশিয়া ইউক্রেনের ওপর স্থল এবং দৈনিক বিমান হামলা বন্ধ করতে রাজি হলেও।
ট্রাম্প ইউক্রেনের জন্য আরও সামরিক সাহায্য স্থগিত করার কয়েক ঘন্টা পর জেলেন্সকির এই বিবৃতি এলো।
প্রেসিডেন্ট জেলেন্সকি সোমবার তার রাতের ভাষণে বলেন, তার দেশের প্রয়োজন "প্রকৃত, ন্যায়ভিত্তিক শান্তি" এবং আগামীতে যাতে রাশিয়া ইউক্রেনকে হুমকি না দেয়, তার নিশ্চয়তা।
"এগারো বছর আগে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার অভাবের কারণেই রাশিয়া প্রথমে ক্রাইমিয়া দখল এবং ডনবাসের যুদ্ধ শুরু করে," জেলেন্সকি বলেন। "তারপর নিরাপত্তা নিশ্চয়তা না থাকার সুযোগে রাশিয়া পূর্ণ মাত্রায় আগ্রাসন চালায়। আর এখন কোনো স্পষ্ট নিরাপত্তা নিশ্চয়তা না থাকায় রাশিয়া এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে।"
ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকফ সাংবাদিকদের মঙ্গলবার বলেন, শান্তির স্বার্থে সবচেয়ে বড় ভূমিকা রাখছে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য স্থগিত করা, এটি ইউক্রেনকে শান্তি স্থাপনে চাপ দেবে।
ট্রাম্প সোমবার স্পষ্ট জানিয়ে দেন যে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের জন্য রেয়ার আর্থ খনিজ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর গুরুত্বপূর্ণ। তিনি বলেন মঙ্গলবার কংগ্রেসে যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এ ব্যাপারে ঘোষণা দেবেন।
ভয়েস অফ আমেরিকার ক্যাটেরিনা লিসুনোভা এই প্রতিবেদনে কাজ করেছেন। এপি, এএফপি এবং রয়টার্স থেকে কিছু তথ্য নেয়া হয়েছে।