অ্যাকসেসিবিলিটি লিংক

ত্রাণ সরবরাহ বন্ধ করলো ইসরায়েল; গাজা নিয়ে আতংকিত ত্রাণকর্মীরা


ইসরায়েল ফিলিস্তিনি ছিটমহলে সরবরাহ স্থগিত করার পরে গাজা ভূখন্ডের সাথে রাফাহ সীমান্ত ক্রসিং-এর মিশরীয় অংশে মানবিক ত্রাণ বহনকারী ট্রাক। ২ মার্চ, ২০২৫।
ইসরায়েল ফিলিস্তিনি ছিটমহলে সরবরাহ স্থগিত করার পরে গাজা ভূখন্ডের সাথে রাফাহ সীমান্ত ক্রসিং-এর মিশরীয় অংশে মানবিক ত্রাণ বহনকারী ট্রাক। ২ মার্চ, ২০২৫।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা সোমবার সতর্ক করে বলেছে, গাজায় পানি ছাড়া সব ধরনের মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি না দেয়ার ইসরায়েলের সিদ্ধান্ত ধুঁকতে ধুঁকতে বেঁচে থাকা শিশু ও পরিবারগুলোর জন্য দ্রুত ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এডুয়ার্ড বেগবেদার বলেন, “গতকাল ঘোষিত ত্রাণ নিষেধাজ্ঞা বেসামরিক নাগরিকদের জীবন রক্ষাকারী ত্রাণ অভিযানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।” “যুদ্ধবিরতি শিশুদের জন্য গুরুত্বপূর্ণ একটি লাইফলাইন। এটি অব্যাহত থাকা জরুরি এবং সহায়তা অবাধে প্রবাহিত হতে দেয়া উচিত যাতে আমরা ত্রাণ বিতরণ অব্যাহত রাখতে পারি।”

শনিবার যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের চেহারা কেমন হবে তা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী হামাসের মধ্যে মতবিরোধ চলছে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভেন উইটকফ ২০ এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, যার আওতায় রমজান মাস, ও ইহুদীদের পাসওভার পড়বে। ওই সময়ের মধ্যে হামাস প্রথম দিনেই অর্ধেক জিম্মিকে মুক্তি দেবে। বাকিদেরকে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর মুক্তি দেয়া হবে।

ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “আমি এই পরিকল্পনা গ্রহণ করলাম। কিন্তু হামাস এখন পর্যন্ত এটা প্রত্যাখ্যান করেছে।”

হামাসের বিরুদ্ধে গাজায় পণ্য ও রসদ চুরি এবং ফিলিস্তিনিদের সেখানে প্রবেশে বাধা দেয়ার অভিযোগ এনে তিনি বলেন, তার সরকার গাজায় পণ্য ও রসদ প্রবেশের অনুমতি দেয়া বন্ধ করে দেবে।

এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “তারা এই রসদ ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন করে, যা সরাসরি ইসরায়েল ও আমাদের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আঘাত হানে। আমরা এটি মেনে নিতে পারি না।”

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তার সহকর্মীরা এ ধরনের কোনো ঘটনার খবর দেননি।

তিনি বলেন, “যুদ্ধবিরতির পর থেকে আমরা যা দেখেছি তা হলো অনেক বেশি অবাধ এবং আরও সরাসরি সহায়তা প্রবাহ। আমরা যুদ্ধবিরতির আগে যে লুটপাট দেখেছি যুদ্ধবিরতির পর সেরকম লুটপাট দেখিনি।”

(নাতাশা মোজগোভায়া এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে নেয়া হয়েছে।)

XS
SM
MD
LG