ড্যানিশ-ইসরায়েলি জিম্মি ইতজিক এলগারতের শেষকৃত্যে সোমবার শত শত লোক দক্ষিণ ইসরায়েলে জড়ো হয়েছিল। ইতজিকের পরিবার গাজায় ইসরায়েলিদের ত্যাগ করার অভিযোগ এনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর, ইসরায়েলের উপর হামাসের নজিরবিহীন আক্রমণের সময় গাজা সীমান্তের কাছে ইতজিককে কিবুটজ নির ওজ থেকে অপহরণ করা হয়েছিল।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
তাকে জীবিত অবস্থায় অপহরণ করা হয়। নেতানিয়াহুর কার্যালয়ের বক্তব্য অনুসারে, "গাজায় জিম্মি থাকাকালীন তাকে হত্যা করা হয়"। যুদ্ধবিরতি চুক্তির অধীনে গত মাসে ফিলিস্তিনি জঙ্গিরা আটজনের মধ্যে তার লাশ ফেরত দেয়।
এএফপি সংবাদদাতা জানিয়েছেন, ইতজিকের কালো কফিনটি ইসরায়েলি পতাকা দিয়ে আবৃত ছিলো।