অ্যাকসেসিবিলিটি লিংক

 
ট্রাম্পের শিক্ষা দপ্তর বন্ধের উদ্যোগের মাঝেই প্রধান হিসেবে সেনেট অনুমোদন ম্যাকমোহন

ট্রাম্পের শিক্ষা দপ্তর বন্ধের উদ্যোগের মাঝেই প্রধান হিসেবে সেনেট অনুমোদন ম্যাকমোহন


প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মনোনীত শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহন (ফাইল ছবি)
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মনোনীত শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহন (ফাইল ছবি)

সোমবার সাবেক রেসলিং কর্মকর্তা লিন্ডা ম্যাকমোহন যুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তরের প্রধান হিসেবে সেনেটের অনুমোদন পেয়েছেন। এই বিভাগের কার্যক্রমের তীব্র সমালোচনা করে এটি বন্ধ করে দেওয়ার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ম্যাকমোহনকে এখন শিক্ষা বিভাগ বন্ধ করে দেওয়ার উদ্যোগের পাশাপাশি ট্রাম্পের লক্ষ্যপূরণেও কাজ করতে হবে, যা সাংঘর্ষিক। ইতোমধ্যে রিপাবলিকান প্রেসিডেন্ট আমেরিকার স্কুলগুলো থেকে ডাইভারসিটি প্রকল্প বন্ধ এবং ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের বিশেষ সুবিধা রদের নির্দেশে সই করেছেন এবং একই সঙ্গে স্কুলের বিকল্প কর্মসুচীগুলো সম্প্রসারণ করার আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে, ট্রাম্প এই শিক্ষা বিভাগ বন্ধ করে দেওয়ার অঙ্গীকার করেছেন এবং তিনি বলছেন, তিনি চান ম্যাকমোহন “নিজেকেই নিজে চাকুরিচ্যুত করুন”।

৫১-৪৫ ভোটে ম্যাকমোহনে মনোনয়ন নিশ্চিত করে সেনেট।

ম্যাকমোহন (৭৬) একজন ধনকুবের এবং ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। এই পদের জন্য তার মনোনয়ন কিছুটা প্রথাবিরুদ্ধ। তিনি কানেকটিকাট রাজ্যের শিক্ষা বোর্ডে এক বছর কাজ করেছেন। পাশাপাশি, দীর্ঘসময় ধরে স্যাকরেড হার্ট ইউনিভার্সিটির একজন ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

নিশ্চিতকরণ ভোটের আগে সেনেটের মাইনরিটি নেতা চাক শুমার বলেন, “আমেরিকানরা সরকারি শিক্ষাব্যবস্থায় বিশ্বাস করে।” “তারা শিক্ষা বিভাগকে বন্ধ হয়ে যেতে দেখতে চায় না। যদি ট্রাম্প প্রশাসন শিক্ষায় কাটছাঁট চালিয়ে যায়, তাহলে স্কুলগুলো বিলিয়ন ডলারের অর্থায়ন হারাবে।”

১৯৭৯ সালে শিক্ষা বিভাগ গঠন করে কংগ্রেস। এই বিভাগের প্রাথমিক দায়িত্ব হলো দেশটির স্কুল-কলেজে অর্থ বিতরণ করা। প্রতি বছর কে-১২ স্কুলগুলোতে এই বিভাগ বিলিয়ন বিলিয়ন ডলার পাঠায় এবং এক দশমিক ছয় ট্রিলিয়ন ডলার মূল্যমানের ফেডারেল শিক্ষার্থী ঋণ প্রক্রিয়ার দেখভাল করে।

ট্রাম্পের যুক্তি, এই বিভাগটির দখল নিয়েছে উদারপন্থিরা, যারা আমেরিকার স্কুলগুলোর ওপর তাদের নিজস্ব ধ্যানধারণা চাপিয়ে দিচ্ছে।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ট্রাম্প এই বিভাগ বন্ধের অঙ্গীকার করেন এবং জানান, তিনি এই বিভাগের হাতে থাকা ক্ষমতা রাজ্যগুলোর মাঝে বণ্টন করে দেবেন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে স্কুল ও রাজ্যে ইতোমধ্যে কেন্দ্রীয় সরকারের চেয়ে বেশি কর্তৃত্ব ভোগ করে থাকে। কেন্দ্রীয় সরকার পাঠ্যক্রমকে কোনোভাবেই প্রভাবিত করতে পারে না। কেন্দ্রীয় সরকারের অর্থ সরকারি স্কুলের বাজেটের প্রায় ১৪ শতাংশের জোগান দিয়ে থাকে।

ইতোমধ্যে ট্রাম্প প্রশাসন এই বিভাগের কার্যক্রমের সংস্কার শুরু করেছে।

ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্কের সরকারি কর্মদক্ষতা বিভাগ ইতোমধ্যে “ওক” ও অপচয়ের তকমা দিয়ে এই বিভাগের বেশ কয়েক ডজন চুক্তি বাতিল করেছে। বৈজ্ঞানিক শিক্ষা ইনস্টিটিউট বন্ধ করে দেয়া হয়ছে, যারা দেশটির প্রাতিষ্ঠানিক উন্নয়নের তথ্য জোগাড় করে। পাশাপাশি, প্রশাসন এই বিভাগের অসংখ্য কর্মকর্তাকে বরখাস্ত বা সাময়িক বরখাস্ত করেছে।

XS
SM
MD
LG