অ্যাকসেসিবিলিটি লিংক

 
ব্রিটেনের রাজা চার্লস কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করলেন

ব্রিটেনের রাজা চার্লস কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করলেন

ব্রিটেনের রাজা চার্লস যুক্তরাজ্যে তার স্যান্ডরিংহ্যাম এস্টেটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার, ৩ মার্চ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়ার পর ট্রুডো রবিবার (২ মার্চ) বলেছেন, রাজা চার্লসের সঙ্গে সোমবার তার বৈঠকে অগ্রাধিকার পাবে তার দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি।

নভেম্বরে নতুন মেয়াদে নির্বাচিত হবার পর থেকে ট্রাম্প নির্দিষ্টভাবে কানাডার সার্বভৌমত্বের বিষয়ে নজর দিচ্ছেন।

তিনি লাগাতার কানাডাকে “৫১ তম অঙ্গরাজ্য” হিসেবে উল্লেখ করছেন এবং ট্রুডোকে প্রধানমন্ত্রীর পরিবর্তে “গভর্নর” সম্বোধন করেছেন।

ট্রাম্পের এই মন্তব্যে কানাডায় ক্ষোভ সৃষ্টি হয়েছে; কখনও যুক্তরাষ্ট্রের অংশ হওয়া নিয়ে কোনও রকম আলোচনার প্রশ্ন নেই বলে কর্মকর্তারা দৃঢ়ভাবে জানিয়েছেন।

কানাডার রাষ্ট্রপ্রধান চার্লসের সঙ্গে বৈঠকের আগে ট্রুডো বলেন, “আমাদের সার্বভৌমত্ব ও আমাদের স্বাধীনতার জন্য দাঁড়ানোর” চেয়ে তার দেশের নাগরিকদের কাছে আর কিছু গুরুত্বপূর্ণ নয়।

ইউরোপের নিরাপত্তা ও ইউক্রেন নিয়ে আলোচনা করতে লন্ডনে রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার আয়োজিত ইউরোপীয় নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেন কানাডার প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদারের উপর বাড়তি শুল্ক চাপানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প, যা মঙ্গলবার থেকে কার্যকর হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হলে এই বর্ধিত শুল্ক এড়াতে পারত।


XS
SM
MD
LG