জার্মানির পশ্চিমাঞ্চলে ম্যানহেইম শহরে মানুষের ভিড়ের ওপর উঠে পড়ে একটি গাড়ি; এই ঘটনায় অন্তত দুইজন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। সোমবার, ৩ মার্চ।
পুলিশ গাড়ির চালককে আটক করেছে। তারা জানিয়েছে, এই ব্যক্তি একাই ঘটনা ঘটিয়েছে এবং বৃহত্তর কোনও হুমকি নেই।
ম্যানহেইম পুলিশের মুখপাত্র স্টেফান উইলহেম অকুস্থলের কাছে সংবাদদাতাদের বলেন, সন্দেহভাজন ৪০ বছর বয়সী এক জার্মান; সে প্রতিবেশী রাজ্য রাইনল্যান্ড-প্যালাটিনেটের বাসিন্দা।
উইলহেলম আরও যোগ করেছেন, এই ঘটনার পিছনে রাজনীতির কোনও হাত নেই বলে পুলিশ আপাতত মনে করছে।
ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত একাধিক সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট কোলোন ও নুরেমবার্গে অনুষ্ঠানের উপর হামলা চালানোর ডাক দেওয়ার পর চলতি বছরের কার্নিভাল প্যারেডস উপলক্ষ্যে পুলিশ তীব্র সতর্কতা জারি রেখেছিল।