অ্যাকসেসিবিলিটি লিংক

 
ট্রাম্পের উপস্থিতিতে টিএসএমসি'র যুক্তরাষ্ট্রের আরও $১০০ বিলিয়ন বিনিয়োগের ঘোষণা

ট্রাম্পের উপস্থিতিতে টিএসএমসি'র যুক্তরাষ্ট্রের আরও $১০০ বিলিয়ন বিনিয়োগের ঘোষণা

তাইওয়ানের সেমিকন্ডাক্টর কোম্পানি, টিএসএমসি'র সিইও সিসি ওয়েই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সোমবার (৩ মার্চ) ঘোষণা করেছেন, তার কোম্পানি সামনের বছরগুলিতে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত $১০০ বিলিয়ন বিনিয়োগ করবে এবং যুক্তরাষ্ট্রের মাটিতে আরও পাঁচটি চিপ কারখানা তৈরি করার পরিকল্পনা করছে।

তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে একটি বৈঠকে এই পরিকল্পনা ঘোষণা করলো। এই প্রেক্ষিতে ট্রাম্প বলেছেন, "আমাদের অবশ্যই এখানে প্রয়োজনীয় চিপস এবং সেমিকন্ডাক্টরগুলি তৈরি করতে সক্ষম হতে হবে।... এটি আমাদের জন্য জাতীয় নিরাপত্তার বিষয়।"

৫ নভেম্বরের নির্বাচনে বিজয়ের পর, তার নির্বাচনী প্রতিশ্রুতি মাফিক ট্রাম্প কর্মসংস্থান সৃষ্টির জন্য দেশীয় শিল্পে বিনিয়োগ বৃদ্ধির প্রচেষ্টা বাড়িয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন যে মঙ্গলবার থেকে মেক্সিকো এবং কানাডা থেকে আমদানির উপর ২৫% শুল্ক প্রয়োগ শুরু হবে। সোমবার হোয়াইট হাউসে তিনি আসন্ন শুল্ক ঘোষণা করেন। দুই প্রতিবেশী ডেস্কে যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল পাচারের বিরুদ্ধে লড়াই জোরদার করতে বাধ্য করার জন্য ট্রাম্প ফেব্রুয়ারিতে এই আমদানি শুল্ক প্রয়োগ এক মাস পিছিয়ে দিয়েছিলেন কারণ উভয় দেশ ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে ট্রাম্প সোমবার বলেছেন যে এই নতুন উচ্চ শুল্ক এড়াতে "মেক্সিকো বা কানাডার জন্য কোনও জায়গা অবশিষ্ট নেই"।

পাশাপাশি ট্রাম্প বলেছেন, যে তিনি চীন থেকে আসা পণ্যের উপর আরও ১০% শুল্ক যোগ করবেন, যা তিনি গতমাসে প্রাথমিকভাবে যে ১০% শুল্ক প্রয়োগ করা হয়েছিল, তার অতিরিক্ত।


XS
SM
MD
LG