অ্যাকসেসিবিলিটি লিংক

 
অস্কারঃ যৌন কর্মীর গল্প ‘আনোরা’ সেরা ফিল্ম, শন বেকারের রেকর্ড চারটি পুরস্কার লাভ

অস্কারঃ যৌন কর্মীর গল্প ‘আনোরা’ সেরা ফিল্ম, শন বেকারের রেকর্ড চারটি পুরস্কার লাভ


সেরা পরিচালক শন বেকার ( মাঝে) এবং সেরা অভিনেত্রী মাইকি ম্যাডিসন সেরা ফিল্ম পুরস্কারপ্রাপ্ত "আনোরা"-র অন্যান্য অভিনেতাদের সাথে। ফটোঃ ২ মার্চ, ২০২৫।
সেরা পরিচালক শন বেকার ( মাঝে) এবং সেরা অভিনেত্রী মাইকি ম্যাডিসন সেরা ফিল্ম পুরস্কারপ্রাপ্ত "আনোরা"-র অন্যান্য অভিনেতাদের সাথে। ফটোঃ ২ মার্চ, ২০২৫।

শন বেকার পরিচালিত “আনোরা” ছয় ক্যাটিগরিতে অস্কারের জন্য মনোনীত ছিল, যেখানে এক যৌনকর্মীর গল্প দেখানো হয়েছে, যিনি এক রুশ ধনকুবেরের ছেলেকে বিয়ে করেন। এই সিন্ডেরালা রূপকথা ধরনের গল্পে রূপকথার মত শেষ না থাকলেও, নিউ ইয়র্কের ব্রুকলিন-ভিত্তিক ফিল্ম রবিবার হলিউডের শীর্ষ পুরস্কার জিতে নেয়।

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ সন্ধ্যার শেষে “আনোরা” সেরা চলচ্চিত্র পুরস্কার সহ পাঁচটিতে জয়লাভ করে।

শন বেকার “আনোরা”’র জন্য সেরা পরিচালকের অস্কার লাভ করেন। এর আগে তিনি মৌলিক চিত্র নাট্য এবং সেরা ফিল্ম এডিটিং-এর জন্য অস্কার পান। সেরা ফিল্ম পুরস্কার নিয়ে চারটি অস্কার পেয়ে তিনি ওয়াল্ট ডিজনির রেকর্ড ছুঁয়ে ফেলেন। ডিজনি ১৯৫৪ সালে চারটি ভিন্ন সিনেমার জন্য চারটি অস্কার লাভ করেন।

সেরা পরিচালকের অস্কার গ্রহণ করার পর বেকার সিনেমা হলে সিনেমা উপভোগ করার অভিজ্ঞতার পক্ষে আবেগঘন একটি আহ্বান জানান।

“আমরা কোথায় সিনেমার প্রেমে পড়ে গিয়েছিলাম? সিনেমা হলে গিয়ে,” বেকার বলেন। “চিত্র নির্মাতারা, বড় পর্দার জন্য সিনেমা বানাতে থাকেন।”

দ্বিতীয় বারের মত সেরা অভিনেতার অস্কার হাতে এড্রিয়েন ব্রোডি। ফটোঃ ২ মার্চ, ২০২৫।
দ্বিতীয় বারের মত সেরা অভিনেতার অস্কার হাতে এড্রিয়েন ব্রোডি। ফটোঃ ২ মার্চ, ২০২৫।

সন্ধ্যার শুরুর দিকে বেকার তাঁর প্রথম অস্কার লাভ করেন – আনোরার মৌলিক চিত্র ন্যাট্যর জন্য।

“আমি যৌন কর্মীদের ধন্যবাদ দিতে চাই,” বেকার বলেন, যে কথা তিনি কা’ন ফিল্ম ফেস্টিভালের শীর্ষ পুরস্কার পাম দ্য’ওর গ্রহণ করার সময় বলেছিলেন। “তারা তাদের গল্প শেয়ার করেছে। বছরের পর বছর তারা তাদের জীবন কাহিনী আমাকে বলেছে। আমার গভীরতম শ্রদ্ধা। ধন্যবাদ।”

মাইকি ম্যাডিসন “আনোরা”-য় যৌন কর্মীর চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী ক্যাটেগরিতে অস্কার লাভ করেন।

এড্রিয়েন ব্রোডি, “দ্য পিয়ানিস্ট” ফিল্মের জন্য সেরা অভিনেতা ক্যাটেগরিতে অস্কার লাভের ২২ বছর পর “দ্য ব্রুটালিস্ট” সিনেমায় অভিনয়ের জন্য একই ক্যাটেগরিতে আবার অস্কার লাভ করেন।

“এই আশীর্বাদ-পুষ্ট জীবনের জন্য তোমাকে ধন্যবাদ, ঈশ্বর,” ব্রোডি বলেন।

"এ রিয়াল পেইন" ফিল্মে অভিনয়ের জন্য কিরান কালকিন সেরা সহ-অভিনেতা অস্কার লাভ করেন। ফটোঃ ২ মার্চ, ২০২৫।
"এ রিয়াল পেইন" ফিল্মে অভিনয়ের জন্য কিরান কালকিন সেরা সহ-অভিনেতা অস্কার লাভ করেন। ফটোঃ ২ মার্চ, ২০২৫।

সন্ধ্যার প্রথম অস্কার, সেরা সহ-অভিনেতা ক্যাটেগরিতে, যায় কিরান কালকিনের কাছে। কালকিন “এ রিয়াল পেইন” চলচ্চিত্রে তাঁর ভূমিকার জন্য এ’বছর একের পর এক পুরস্কার লুফে নিয়েছেন।

“আমি জানি না আমি এখানে কীভাবে পৌঁছালাম,” কালকিন বলেন। “আমি তো সারা জীবন শুধু অভিনয় করে গেছি।”

সেরা নারী সহ-অভিনেতার অস্কার যায় যোই সালদানার হাতে, যিনি তার ক্যারিয়ারের প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্জন করেন “এমিলিয়া পেরেজ” চলচ্চিত্রে তার ভূমিকার জন্য।

হলিউডের এই পুরস্কার মৌসুমে সালদানা ইতোমধ্যেই কয়েকটি সংগ্রহ করেছেনঃ জানুয়ারিতে তার প্রথম গোল্ডেন গ্লোব এবং ব্রিটেনে বাফটা এবং স্ক্রিন গিল্ড অ্যাক্টরস পুরস্কার। পুরস্কার গ্রহণ করে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।

“আমি অভিবাসী বাবা-মায়ের একজন গর্বিত সন্তান, যার স্বপ্ন আছে, আত্মসম্মান আছে, আছে কঠোর পরিশ্রমী হাত,” সালদানা বলেন। “আমি প্রথম ডমিনিকান বংশোদ্ভূত আমেরিকান যে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে এবং আমি জানি আমিই শেষ না।”

অস্কার হাতে আবেগ-আপ্লুত যোই সালদানা। ফটোঃ ২ মার্চ, ২০২৫।
অস্কার হাতে আবেগ-আপ্লুত যোই সালদানা। ফটোঃ ২ মার্চ, ২০২৫।

ফিলিস্তিনি-ইসরায়েলি সাফল্য

ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারী নিয়ে ফিলিস্তিনি আর ইসরায়েলি চিত্র নির্মাতাদের তৈরি “নো আদার ল্যান্ড” সেরা ডকুমেন্টারি ক্যাটেগরিতে অস্কার লাভ করে। এই ফিল্ম যুক্তরাষ্ট্রে কোন পরিবেশক পায় নি, যে কারণে পরিচালকরা নিজেরাই “নো আদার ল্যান্ড” পরিবেশন করার সিদ্ধান্ত নেন। সেরা ডকুমেন্টারি ক্যাটেগরিতে মনোনীত অন্যসব ফিল্মের চেয়ে তারাই সবচেয়ে বেশি অ্যায় করেছেন।

“একটা ভিন্ন পথ আছে, একটা রাজনৈতিক সমাধান, জাতিগত আধিপত্য ছাড়া, আমাদের দুই জনগণের সমান জাতীয় অধিকার,” বলেন ইউভাল এব্রাহাম, একজন ইসরায়েলি, যিনি কথা বলছিলেন তার সহ-পরিচালক বাসেল আদরা’র পাশে দাঁড়িয়ে যিনি একজন ফিলিস্তিনি।

“এবং আমাকে বলতেই হবে, যেহেতু আমি এখানে এসেছি, এই দেশের পররাষ্ট্র নীতি এই পথ বন্ধ রাখতে সহায়তা করছে। কেন? আপনি কি বুঝতে পারছেন না যে আমাদের জীবন একে অপরের সাথে জড়িত, আমাদের জনগণ সত্যিকার অর্থে নিরাপদ হতে পারবে না, যতদিন না বাসেল-এর জনগণ সত্যি নিরাপদ হচ্ছে?” এব্রাহাম বলেন।

এ’বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয় কিংবদন্তি হলিউড তারকা ৯৫-বছর বয়সী জিন হ্যাকম্যান-এর মৃত্যুর কয়েকদিন পরেই। দু’বার অস্কার বিজয়ী হ্যাকম্যান এবং তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়াকে বুধবার মৃত অবস্থায় তাদের নিউ মেক্সিকো বাসভবনে পাওয়া যায়। অস্কার অনুষ্ঠানে মরগান ফ্রিম্যান, যিনি “আনফরগিভেন” এবং “আন্ডার সাস্পিশন” ফিল্মে হ্যাকম্যানের সহ-অভিনেতা ছিলেন, প্রয়াত তারকার সম্মানে বক্তব্য দেন।

XS
SM
MD
LG