রবিবার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হতে যাওয়া ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস সাম্প্রতিক সময়ের অন্যতম অনিশ্চিত অস্কার প্রতিযোগিতার সমাপ্তি ঘটাবে।
অনুষ্ঠানটি মধ্যরাতে (গ্রিনিচ মান সময়) শুরু হবে এবং কোনান ও'ব্রায়ান এটি সঞ্চালনা করবেন।
এই বছরের শুরুর দিকে প্যাসিফিক প্যালিসেডস এবং আলতাদেনা এলাকায় বিধ্বংসী দাবানলের ক্ষতি থেকে এখনও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে লস অ্যাঞ্জেলেস।
এই অগ্নিকাণ্ডতে চলচ্চিত্র শিল্প এবং অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের অনেক ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই হলিউডের পুরস্কার মৌসুম বাতিলের দাবিও করেন। তবে অস্কার প্রযোজকরা জানান, এবারের আসরের মাধ্যমে শহরটির স্থিতিশীলতা উদযাপন করা হবে।
মনোনীত মূল চলচ্চিত্র হলো নেটফ্লিক্সের “এমিলিয়া পেরেজ”, যা ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছে। তবে, চলচ্চিত্রটির জয়ী হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে কমে গিয়েছে, কারণ এর প্রধান অভিনেত্রী কারলা সোফিয়া গ্যাসকনের পুরোনো আপত্তিকর টুইট নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। তিনি সেরা অভিনেত্রীর মনোনয়ন পাওয়া প্রথম ট্রান্সজেন্ডার অভিনেতা।
সম্ভাব্য বিজয়ী হিসেবে জনপ্রিয় হচ্ছে শন বেকারের “আনোরা”, যেখানে এক যৌনকর্মীর গল্প দেখানো হয়েছে, যিনি এক রুশ ধনকুবেরের ছেলেকে বিয়ে করেন।
এর নিকটতম প্রতিদ্বন্দ্বী হলো রেফ ফাইন্স অভিনীত পোপ নির্বাচন নিয়ে নির্মিত থ্রিলার “কনক্লেভ”। এটি বাফটা এবং স্ক্রীন অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ডসে পুরষ্কার জিতেছে। চলচ্চিত্রটি এমন সময় পুরষ্কার পায় যখন পোপ ফ্রান্সিস ডাবল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তবে পোপের অসুস্থ হওয়ার আগেই অস্কারের ভোটগ্রহণ শেষ হয়।
এছাড়াও, এর মধ্যে রয়েছে ১০টি পুরষ্কারের জন্য মনোনীত “দ্য ব্রুটালিস্ট” এবং ১০টি মনোনয়নপ্রাপ্ত মিউজিকাল হিট “উইকেড”।
রাজনীতির ভূমিকা
প্রথমবারের মতো একজন অভিনেতা যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট চরিত্রে অভিনয়ের জন্য মনোনীত হয়েছেন। সেবাস্টিয়্যান স্ট্যান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ তরুণ ডনাল্ড ট্রাম্পের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন। তার সহ-অভিনেতা জেরেমি স্ট্রংও রয় কোহেন চরিত্রে অভিনয়ের জন্য মনোনীত হয়েছেন। ট্রাম্প ছবিটির সাথে সংশ্লিষ্টদের “ঘৃণ্য ব্যক্তি” বলে অভিহিত করেছেন।
এই সপ্তাহের শুরুর দিকে ও'ব্রায়ান বলেন, তিনি একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করবেন। তিনি বলেন, “আমি যে মুহূর্তে আছি তা উপেক্ষা করতে পারি না। কিন্তু আমাকে এটিও মনে রাখতে হবে যে এই পরিস্থিতি একটি সূক্ষ্ম এবং জটিল পরিস্থিতি মোকাবিলা করার মতো। আমাকে আরও মনে রাখতে হবে আমরা এখানে কী উদযাপন করতে এসেছি এবং সেইভাবে অনুষ্ঠানটিকে ইতিবাচকতা দিয়ে সঞ্চারিত করতে হবে।”
যদিও, সহায়ক অভিনয় ক্যাটাগরিতে জো সালদানা (“এমিলিয়া পেরেজ”) এবং কিয়েরান কালকিন (“এ রিয়েল পেইন”) প্রাধান্য পাচ্ছেন, তবে সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র।
সেরা অভিনেত্রী হিসাবে ডেমি মোর (“দ্য সাবস্ট্যান্স”)-এর জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। তবে মিকি ম্যাডিসন (“আনোরা”) অথবা ফারনেন্দা টোরেস (“আই’ম স্টিল হিয়ার”) অপ্রত্যাশিতভাবে জয়ী হতে পারে।
এড্রিয়েন ব্রোডি “দ্য ব্রুটালিস্ট”-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসাবে প্রাধান্য পাচ্ছেন। তবে, “এ কমপ্লিট আননোন” ছবিতে বব ডেলান চরিত্রে তাঁর অভিনয়ের জন্য টিমথি শালামের বিজয়ী হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।