ছবিতে দেখা যাচ্ছে, ঢাকায় রমজান মাসের প্রথম দিনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসলিম ধর্মাবলম্বীরা রোজা ভেঙ্গে ইফতার করছেন। রবিবার, ২ মার্চ, ২০২৫।
রবিবার থেকে ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান শুরু হয়েছে বাংলাদেশে। শনিবার (১ মার্চ) ছয়টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত এসেছে।
এতে বলা হয়, বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রবিবার (২ মার্চ) থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু। ২৭ মার্চ (বৃহস্পতিবার) দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।