অ্যাকসেসিবিলিটি লিংক

 
স্কুল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় ২০২৪ জুলাই-অগাস্ট আন্দোলনে নিহত আর আহতদের পরিবার অন্তর্ভুক্ত

স্কুল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় ২০২৪ জুলাই-অগাস্ট আন্দোলনে নিহত আর আহতদের পরিবার অন্তর্ভুক্ত


জুলাই আগস্ট আন্দোলনের গ্রাফিটি (ফাইল ছবি)
জুলাই আগস্ট আন্দোলনের গ্রাফিটি (ফাইল ছবি)

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পরিবারের পাশাপাশি ২০২৪-এর জুলাই-অগাস্ট আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

রবিবার (২ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে সব স্কুলের প্রধান শিক্ষককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে।

গত বছর ছাত্রদের নেতৃত্বে "বৈষম্য-বিরোধী" আন্দোলনের প্রাথমিক ঘোষিত লক্ষ্য ছিল সরকারী চাকুরীতে কোটা ব্যবস্থা বিলুপ্ত করা, যা পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়।

আগের নীতিমালায় ভর্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ কোটা ছিল। এখন এই ৫ শতাংশের মধ্যে ২০২৪-এর জুলাই-অগাস্টে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাও যুক্ত হবেন।

এক্ষেত্রে জুলাই-অগাস্ট আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি ভর্তির আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি দেখাতে হবে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা ওই ওই আদেশে স্বাক্ষর করেছেন সরকারি মাধ্যমিক শাখার উপসচিব মোসামৎ রহিমা আক্তার।

তাকে উদ্ধৃত করে ঢাকার সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লিখেছে, “সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে এতদিন বীর ও শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়েরা ৫ শতাংশ কোটা সুবিধা পেতেন। তবে এখন থেকে তাদের পাশাপাশি অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরাও কোটা সুবিধা পাবেন।"

জুলাই-আগস্ট মাসে এই ব্যাপক বিক্ষোভে ৮৩৪ জন নিহতদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। আহতদের তালিকাও প্রস্তুত করা হয়েছে।

XS
SM
MD
LG