যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী শনিবার জানিয়েছে তারা আল কায়েদার সিরীয় শাখা হুরাস আল-দ্বীনের একজন শীর্ষ সামরিক নেতাকে হত্যা করেছে। এই শাখাটি জানুয়ারি মাসে তাদের বিলুপ্তির কথা ঘোষণা করে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেনটম, যারা মধ্য প্রাচ্যে আমেরিকান সৈন্যদের তদারকি করে, তারা এক বিবৃতিতে জানিয়েছে যে তাদের বাহিনী ২৩ ফেব্রুয়ারি , “ সন্ত্রাসী সংগঠন হুরাস আল-দ্বীনের শীর্ষ সামরিক নেতা মুহাম্মদ ইউসুফ জিয়া তালায়কে লক্ষ্য করে হত্যা করার জন্য উত্তর পূর্ব সিরিয়ায় সুনির্দিষ্ট ভাবে বিমান আক্রমণ চালায়”।
সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেন “ যেমনটি আমরা আগেও বলেছি, আমরা আমাদের জন্মভূমি, এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের এবং এই অঞ্চলে অংশীজনদের প্রতিরক্ষার জন্য এই সব সন্ত্রাসবাদীদের অবিচল ভাবে ধাওয়া করা অব্যাহত রাখবো”।
জানুয়ারি মাসের শেষের দিকে যখন হুরাস আল-দ্বীন ঘোষণা করে যে তারা নিজেদের বিলু্প্ত করছে, তখন থেকে, যেমনটি সেন্টম জানিয়েছে , যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণে ওই গোষ্ঠীর অনেকেই নিহত হয়েছে।
তারা বলেছে ২২ ফেব্রুয়ারি একটি “ সুনির্দিষ্ট বিমান আক্রমণে” ওই গোষ্ঠীর আরেক জন নেতা ওয়াসিম তাহসিন বায়রাকদারকে হত্যা করা হয়। এই গোষ্ঠীটিকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করেছে।
ইসলামি স্টেট গোষ্ঠীটির জিহাদিদের বিরুদ্ধে লড়াই করতে ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়ায় আমেরিকান বাহিনী অবস্থান করছে।
উগ্রবাদী ইসলামি গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের একটি জোট প্রেসিডেন্টি বাশার আল আসাদকে ক্ষমতাচ্যূত করে ৮ ডিসেম্বর দামেস্কের ক্ষমতা গ্রহণের পর , হুরাস আল দ্বীন বলে তাদের আর থাকার কোন প্রয়োজন নেই।
বিদেশী জিহাদিসহ এই গোষ্ঠীটি সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে র পাহাড়ি এলাা থাকতো।
এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেওয়া হয়েছে।