অ্যাকসেসিবিলিটি লিংক

 
ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের জরুরি পরিকল্পনা

ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের জরুরি পরিকল্পনা


ইসরায়েলের মরুভূমিতে নেভাটিম বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সি -১৭ বিমানটি অবস্থান করছে। বিমানটি ইসরায়েলের জন্য আমেরিকার গোলাবারুদ ভর্তি বাক্স নিয়ে পৌঁছায়। ১৩ অক্টোবর, ২০২৩।
ইসরায়েলের মরুভূমিতে নেভাটিম বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সি -১৭ বিমানটি অবস্থান করছে। বিমানটি ইসরায়েলের জন্য আমেরিকার গোলাবারুদ ভর্তি বাক্স নিয়ে পৌঁছায়। ১৩ অক্টোবর, ২০২৩।

পেন্টাগন শুক্রবার একটি বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের কাছে ৩০ কোটি ডলার মূল্যের বোমা, উচ্ছেদন করতে সক্ষম কিট ও অন্যান্য অস্ত্রের সম্ভাব্য বিক্রয় চুক্তি অনুমোদন করেছে।

শুক্রবার বিকালে কংগ্রেসকে জরুরি ভিত্তিতে সম্ভাব্য অস্ত্র বিক্রয় সম্পর্কে অবহিত করা হয়।

এই প্রক্রিয়াটি হাউস ফরেন অ্যাফেয়ার্স ও সেনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান এবং শীর্ষ সদস্যদের বিক্রির বিষয়টি পর্যালোচনা করার ও আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে অবহিত করার আগে অতিরিক্ত তথ্য চাওয়ার দীর্ঘদিনের প্রচলিত নিয়মকে এড়িয়ে যায়।

এই বিক্রির মধ্যে রয়েছে ২,০০০ পাউন্ড ওজনের ৩৫,৫২৯টি সাধারণ উদ্দেশ্যে ব্যবহৃত বোমার খোলস এবং সাধারণ গতিবিদ্যা ব্যবহার করে তৈরি ৪,০০০টি বাংকার-ধ্বংসকারী ২,০০০ পাউন্ড বোমা। পেন্টাগন জানিয়েছে, এসব অস্ত্রের সরবরাহ ২০২৬ সালে শুরু হবে। তবে তারা এটিও বলেছে যে, "এই ক্রয়ের একটি অংশ যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদ থেকে আসতে পারে," যা কিছু অস্ত্রের তাৎক্ষণিক সরবরাহের অর্থেই হয়ত বলা হয়েছে।

দ্বিতীয় একটি প্যাকেজের মূল্য ৬৭ কোটি ৫০ লক্ষ ডলার, যার মধ্যে রয়েছে পাঁচ হাজারটি ১,০০০ পাউন্ড বোমা এবং সংশ্লিষ্ট কিট, যা 'ডাম্ব' বোমাগুলোকে পরিচালনায় সহায়তা করবে। ধারণা করা হচ্ছে, এই প্যাকেজটি ২০২৮ সালে সরবরাহ করা হবে।

তৃতীয় বিজ্ঞপ্তিতে ২৯ কোটি ৫০ লক্ষ ডলার মূল্যের ক্যাটারপিলার ডি৯ বুলডোজারের কথা উল্লেখ করা হয়েছে।

শুক্রবারের এই ঘোষণাগুলি এই মাসে দ্বিতীয়বারের মতো ইঙ্গিত করে যে ট্রাম্প প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করে দ্রুত ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। বাইডেন প্রশাসনও কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই অস্ত্র বিক্রির অনুমোদনের জন্য জরুরি ক্ষমতা ব্যবহার করেছিল।

সোমবার ট্রাম্প প্রশাসন বাইডেন প্রশাসনের একটি আদেশ বাতিল করেছে, যা ইসরায়েলসহ মিত্র দেশগুলোর যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সম্ভাবনা সম্পর্কে প্রতিবেদন দেওয়া বাধ্যতামূলক করেছিল। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানবিক বৈদেশিক সহায়তাও বন্ধ করেছে।

গত মাসে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি ১৫ মাস ধরে চলা এই যুদ্ধ সাময়িকভাবে বন্ধ করে এবং এবং যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা শুরুর পথ তৈরি করে। একই সাথে, এই চুক্তির মাধ্যমে গাজায় আটক ৪৪ জন ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের হাতে বন্দী ও আটক প্রায় ২,০০০ জন ফিলিস্তিনি মুক্তি পেয়েছে।

তবে, ইসরায়েল এবং হামাস, যা যুক্তরাষ্ট্র কর্তৃক একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত, পরস্পরকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছে। ফলে, চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, যার মাধ্যমে আরও জিম্মি ও বন্দির মুক্তি এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তির দিকে পদক্ষেপ নেওয়ার কথা ছিল।

XS
SM
MD
LG