ভ্যাটিকানের কর্মকর্তারা বলছেন, শুক্রবার শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতায় ভোগার পর শনিবার পোপ ফ্রান্সিস শান্তিপূর্ণভাবে বিশ্রাম নিচ্ছেন।
ভ্যাটিকান এক বিবৃতিতে জানায়,“পোপ একটি শান্তিপূর্ণ রাত কাটিয়েছেন এবং এখন তিনি বিশ্রাম নিচ্ছেন”।
রোমের জেমেল্লি হাসপাতালে গত দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছেন পোপ। শুক্রবার সেখানে তিনি স্বাস্থ্যগত জটিলতার মুখোমুখি হন।
ভ্যাটিকান জানিয়েছে, একটি “আকস্মিক শ্বাসপ্রশ্বাসজনিত ঘটনায়” ৮৮ বছর বয়সী এই সাধু তার নিজের বমি গিলে ফেলেন। যার ফলে তাকে ননইনভেসিভ মেকানিকাল ভেন্টিলেশন দেওয়ার প্রয়োজন পড়ে।
এ সময় ফ্রান্সিসের জ্ঞান ছিল এবং তিনি সেরে ওঠার প্রক্রিয়ায় সহযোগিতা ও অংশগ্রহণ করতে সক্ষম হন।
ভ্যাটিকান বলছে, পোপ “সতর্ক ও সজাগ” রয়েছেন।
শুক্রবারের এই জটিলতার খবরের আগে টানা তিন দিন ফ্রান্সিসের শারীরিক অবস্থার উন্নতির কথা জানানো হয়েছিল।
বৃহস্পতিবার সকালে শ্বাস-কষ্টজনিত থেরাপিতে কাটিয়েছেন ফ্রানসিস। পরবর্তীতে তিনি জেমেল্লি হাসপাতালে তার ব্যক্তিগত স্যুইটের চ্যাপেলে প্রার্থনা করেন। এরপর তিনি খ্রীষ্টান নীতি অনুযায়ী পবিত্র খাদ্য গ্রহণ করেন। তারপর,পোপ ভ্যাটিকানের কার্যক্রম পরিচালনা করেন।
ক্যাথোলিক চার্চের নেতা ফ্রানসিস ১৪ ফেব্রুয়ারি ব্রংকাইটিসে আক্রান্ত হয়ে জেমেল্লি হাসপাতালে ভর্তি হলেও সেটা খুব শিগগির ডাবল নিউমোনিয়ায় রূপান্তরিত হয়। পোপ থাকাকালীন ’এর আগে আর কখনোই তিনি এত দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি ছিলেন না। তরুণ বয়সে চিকিৎসার অংশ হিসেবে তার ফুসফুসের অংশবিশেষ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছিল, যার ফলে তিনি অপেক্ষাকৃত সহজে ফুসফুসে আক্রান্ত হন।
যেসব ভক্ত রোম যাত্রা করে ভ্যাটিকান দর্শন ও সম্ভব হলে পোপ দর্শন করতে চেয়েছিলেন, তাদের কেউ কেউ পরিকল্পনা বদলে এখন হাসপাতালের বাইরে পোপের সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
পোপের অসুস্থতায় ক্যাথোলিকরা ভ্যাটিকান সিটি, তার জন্মস্থান আর্জেন্টিনা ও বিশ্বের অন্যান্য জায়গায় জমায়েত হয়ে প্রার্থনায় অংশ নিচ্ছেন।
২০১৩ সালে তাঁর পূর্বসূরি পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পর ফ্রানসিস পোপ হিসেবে নির্বাচিত হন।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।