রবিবার থেকে ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান শুরু হচ্ছে বাংলাদেশে। শনিবার (১ মার্চ) ছয়টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত এসেছে।
এতে বলা হয়, বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রবিবার (২ মার্চ) থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু। ২৭ মার্চ (বৃহস্পতিবার) দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।
সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশের ধার্মিক মুসলমানরা শনিবার এশার নামাজের পরে তারাবীর নামাজ পড়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করবেন, রাতে সেহেরি খেয়ে রবিবার থেকে রোজা রাখবেন।
ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইফতারির কেনাকাটা বাজার শুরু হয়েছে অনেক আগে থেকেই, রেস্তোরাঁগুলোতে ইফতারের ভিড় সামলাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
রমজান উপলক্ষে জীবনের সর্বস্তরে সংযমের বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে শনিবার সন্ধ্যয় দেওয়া এক বাণীতে তিনি বলেছেন, "সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে; সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।"