পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এক মাদ্রাসায় জুম্মার নামাজের সময় এক আত্মঘাতী বোমাবাজ ছয়জন নামাজিকে হত্যা করেছে; মাদ্রাসাটি আফগান তালিবানের জন্য ঐতিহাসিক প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে পরিচিত। এমনটাই জানিয়েছেন পুলিশ ও সরকারের এক মুখপাত্র।
প্রাদেশিক সরকারের মুখপাত্র মুহম্মদ আলি সাইফ বলেছেন, নিহতদের মধ্যে মাদ্রাসার প্রধানও রয়েছেন।
তালিবানের জনক হিসেবে বিবেচিত প্রয়াত মৌলানা সামি-উল-হকের ছেলে মৌলানা হামিদ-উল-হকও মারা গেছেন।
কোনও গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি।
বিস্ফোরক-ভর্তি পোশাক পরে হামলাকারী হকের কাছে হেঁটে যায়; হক সেই সময় দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসা চত্বরে থাকা এক মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছিলেন। তার ভাই মৌলানা আবদুল হক রয়টার্সকে এমনটাই জানিয়েছেন।
আঞ্চলিক পুলিশ কর্মকর্তা নাজিবুর রহমান আগে জানিয়েছিলেন, বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই বোমা বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন এবং তার দফতর কর্তৃক জারি করা এক বিবৃতিতে হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। (রয়টার্স)