অ্যাকসেসিবিলিটি লিংক

ইউএসএজিএম-এর বিশেষ উপদেষ্টা হিসেবে কেরি লেকের নাম ঘোষণা


২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি অক্সন হিলে গেলর্ড ন্যাশনাল রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে কনজারভেটিভ পলিটিক্যাল একশন কনফারেন্সে বক্তব্য রাখছেন কেরি লেক।
২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি অক্সন হিলে গেলর্ড ন্যাশনাল রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে কনজারভেটিভ পলিটিক্যাল একশন কনফারেন্সে বক্তব্য রাখছেন কেরি লেক।

ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া বৃহস্পতিবার ঘোষণা করেছে, সাংবাদিক থেকে রাজনীতিবিদ হওয়া কেরি লেক বিশেষ উপদেষ্টা হিসেবে সংস্থাটিতে যোগ দেবেন।

লেক ৩০ বছর ধরে সাংবাদিকতা করেন। তাকে ডিসেম্বরে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভয়েস অফ আমেরিকা (ভিওএ)-র নেতৃত্ব দিতে চান।

ইউএসএজিমের প্রধান হিসেবে ট্রাম্পের পছন্দ রক্ষণশীল রাজনৈতিক কর্মী এবং লেখক এল ব্রেন্ট বোজেল থার্ড তার সিনেট নিশ্চিতকরণ শুনানির অপেক্ষায় থাকায় লেকের মনোনয়নে দেরি হয়।

সংস্থাতি নতুন একটি দ্বিপক্ষীয় বোর্ড স্থাপনের জন্যও অপেক্ষা করছে। এই বোর্ড নেটওয়ার্ক প্রধানদের নিয়োগ বা বরখাস্ত করার মতো বিষয়গুলোতে সিইও-র পাশাপাশি কাজ করবে।

রোমান নাপোলির পক্ষ থেকে কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে লেকের আগমনের কথা জানাও হয়। নাপোলি ইউএসএজিমের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন। পূর্ববর্তী প্রধান আমান্ডা বেনেট পদত্যাগ করেছেন।

লেকের সাফল্য তুলে ধরতে গিয়ে নাপোলি বলেন, লেক যুক্তরাষ্ট্রের দুজন প্রেসিডেন্টসহ নেতাদের সাক্ষাতকার নিয়েছিলেন। তিনি আন্তর্জাতিক প্রতিবেদনের জন্য দুটি এমি পুরস্কার পেয়েছেন।

ইউএসএজিএম সংবাদ প্রতিবেদন এবং সেন্সরশিপের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিবেদিত বেশ কয়েকটি সংস্থার তত্ত্বাবধান করে; যার সম্মিলিত সাপ্তাহিক শ্রোতার সংখ্যা ৪২ কোটির বেশি। এই সংস্থাগুলোর মধ্যে রয়েছে ভয়েস অফ আমেরিকা, কিউবা ব্রডকাস্টিং অফিস এবং অলাভজনক রেডিও ফ্রি ইউরোপ/ রেডিও লিবার্টি, রেডিও ফ্রি এশিয়া, মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কস, ওপেন টেকনোলজি ফান্ড এবং ফ্রন্টলাইন মিডিয়া ফান্ড।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানিতে ভয়েস অফ আমেরিকার প্রথম সম্প্রচারের পর থেকে ইউএসএজিএম-এর অধীনে গণমাধ্যম আউটলেটগুলো মিথ্যা তথ্য এবং প্রচারণার বিরুদ্ধে লড়াই করছে। কথিত পক্ষপাতিত্ব, কভারেজ, অব্যবস্থাপনা এবং কর্মীদের ভেটিংসহ নিরাপত্তায় গাফিলতির অভিযোগেও প্রতিষ্ঠানটি নানান সময় সমালোচনার মুখে পড়েছে।

গত সপ্তাহে লেক কনজারভেটিভ পলিটিক্যাল একশন কনফারেন্সে তার মন্তব্যে ইউএসএজিএমের কিছু সমালোচনার কথা উল্লেখ করেন।

লেক তার শ্রোতাদের বলেন, ভয়েস অফ আমেরিকার পরিচালক হিসেবে তিনি সংবাদ সংস্থাটিকে “সঠিক এবং সৎ প্রতিবেদন” তৈরিতে মনোনিবেশ করাবেন।

XS
SM
MD
LG