অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লিসবন সফর করেছেন

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দ্য সুজার সাথে বৈঠকের মাধ্যমে পর্তুগালে দু'দিনের সরকারী সফর শুরু করেছেন।

লিসবনের আইকনিক জেরোনিমোস মঠ যৌথ পরিদর্শনের পর, ম্যাক্রঁকে বেলেম প্রাসাদে দ্য সুজা অভ্যর্থনা জানান, তখন সেখানে গার্ডিয়া ন্যাসিওনাল রিপাবলিকানার সদস্যরা যথার্থ ইউনিফর্ম পরে দাঁড়িয়ে ছিলেন।

এই সফরের সময়, ম্যাক্রোঁ'র লিসবনে প্রধানমন্ত্রী লুইস মন্টেনিগ্রোর সাথে ইউক্রেনের পরিস্থিতি, নিরাপত্তা বিষয়ক আলোচনা এবং বিভিন্ন সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করার কথা রয়েছে। উভয় নেতা ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার পোর্তোতে একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন।

(রয়টার্স)


XS
SM
MD
LG