দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে যে রাশিয়া-ইউক্রেন সীমান্তে মোতায়েনরত উত্তর কোরিয়ার সৈন্যরা বড় রকমের হতাহতের শিকার হওয়ায়, মনে করা হচ্ছে তারা রাশিয়ায় আরও সৈন্য পাঠিয়েছে।
সেখানকার জাতীয় গোয়েন্দা সংস্থা একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে তারা এটা জানার চেষ্টা করছে উত্তর কোরিয়া আরও কত সৈন্য রাশিয়ায় পাঠিয়েছে।
জাতীয় গোয়েন্দা সংস্থা আরও বলছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উত্তর কোরিয়ার সৈন্যদের রাশিয়ার কুরস্ক অঞ্চলে আবার মোতায়েন করা হয়। এর আগে সেখান থেকে সাময়িক ভাবে সৈন্য প্রত্যাহার করা হয়েছিল বলে জানানো হয়। ৭ ফেব্রুয়ারি এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলন্সকি কুরস্ক অঞ্চলে ইউক্রেনের তরফ থেকে নতুন আক্রমণের কথা নিশ্চিত করেন এবং বলেন যে সেখানে রুশ সৈন্যদের পাশাপাশি উত্তর কোরিয়ার সৈন্যরাও লড়াই করছিল।
উত্তর কোরিয়া রাশিয়াকে বিপুল সংখ্যক প্রথাগত অস্ত্র সরবরাহ করে আসছে এবং যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও ইউক্রেনের গোয়োন্দা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গত হেমন্ত কালে তারা ১০,০০০ থেকে ১২,০০০ সৈন্য রাশিয়ায় পাঠিয়েছিল।
উত্তর কোরিয়ার সৈন্যরা খুবই সুশৃঙ্খল এবং ভাল ভাবে প্রশিক্ষিত তবে পর্যবেক্ষকরা বলছেন তারা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ড্রোন ও গোলোন্দাজ বাহিনীর আক্রমণের সহজ শিকার হয়ে গেছে কারণ তাদের সামনাসামনি লড়াই করার কোন অভিজ্ঞতা নেই এবং ওই অঞ্চলের সঙ্গে তারা পরিচিত নয়।