ছবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমারকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে দেখা যাচ্ছে।
বৈঠকের আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে রাজা চার্লসের একটি চিঠি তুলে দেন। প্রেসিডেন্ট বলেন, তাকে ব্রিটেন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি তা সানন্দে গ্রহণ করছেন।
দুই নেতার বৈঠকে ইউক্রেনে চলমান সংঘাত ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক প্রাধান্য পাচ্ছে।