অ্যাকসেসিবিলিটি লিংক

ছাত্রদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’


বাংলাদেশ নাগরিক পার্টি
বাংলাদেশ নাগরিক পার্টি

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম হবে ‘জাতীয় নাগরিক পার্টি’।

জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি)।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমও ফেসবুকে একটি পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘জাতীয় নাগরিক পার্টি National Citizen Party (NCP)।’

২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর ৩টায় রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে বলে ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় জানিয়েছিলেন সারজিস আলম।

নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে ২৫ ফেব্রুয়ারি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।

২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ অগাস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। সেই সময় উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন নাহিদ ইসলামও।

XS
SM
MD
LG