অ্যাকসেসিবিলিটি লিংক

 
ট্রাম্প বিপুল সংখ্যায় ফেডারেল কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিলেন; মাস্ক চাইছেন ব্যাপক ব্যয় সংকোচন 

ট্রাম্প বিপুল সংখ্যায় ফেডারেল কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিলেন; মাস্ক চাইছেন ব্যাপক ব্যয় সংকোচন 


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠকে বক্তব্য রাখছেন ইলন মাস্ক। হোয়াইট হাউস, ওয়াশিংটন। ফটোঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠকে বক্তব্য রাখছেন ইলন মাস্ক। হোয়াইট হাউস, ওয়াশিংটন। ফটোঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন বুধবার ফেডারেল সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে, আরও ব্যাপক হারে ফেডারেল কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ নিতে হবে কেননা ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠকে ইলন মাস্ক আরও বেশি ব্যয় কমানোর অঙ্গীকার করেছেন।

ট্রাম্প প্রশাসন নতুন এক চিঠিতে সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে, ফেডারেল কর্মী “উল্লেখযোগ্য হারে হ্রাস” করতে ১৩ মার্চের মধ্যে পরিকল্পনা জমা দিতে হবে। কতজনকে ছাঁটাই করতে হবে সে বিষয়ে নির্দিষ্ট করে বলা হয়নি।

এই চিঠিতে স্বাক্ষর করছেন হোয়াইট হাউস বাজেট পরিচালক রাসেল ভট ও কর্মকর্তা পরিচালন দফতরের নির্বাহী প্রধান চার্লস এজেল। যুক্তরাষ্ট্র সরকারের কর্মচারীর সংখ্যা কমাতে ট্রাম্প ও মাস্কের প্রচারে একটা বড় ঘটনা এই চিঠি।

এখনও পর্যন্ত ছাঁটাইয়ের নজর শিক্ষানবিশ কর্মীদের দিকে, যারা অল্প সময় কাজ করছেন এবং চাকরির নিরাপত্তা কম। পরের দফায় বিপুল সংখ্যক জ্যেষ্ঠ সিভিল কর্মচারীদের নিশানা করা হবে।

মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেছেন, পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক লি জেলডিন তার ১৫ হাজারের বেশি কর্মীর ৬৫ শতাংশ কমিয়ে আনার পরিকল্পনা করছেন।

অভ্যন্তরীণ দফতরের এক সূত্র মঙ্গলবার রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের মৎস্য ও বন্যপ্রাণী পরিষেবা এবং ব্যুরো অফ ইন্ডিয়ান অ্যাফেয়ার্সের মতো সংস্থাগুলির কর্মী হ্রাসের বিষয়ে প্রস্তুত থাকা উচিত; এই সব বিভাগে ১০ থেকে ৪০ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে।

ট্রাম্প দফতরে দায়িত্ব নেওয়ার পর থেকে সে দেশের ২৩ লক্ষ ফেডারেল কর্মীর প্রায় ১ লক্ষকে বরখাস্ত করা হয়েছে অথবা এককালীন অর্থ দিয়ে বিদায় দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে মাস্ককে আমন্ত্রণ জানিয়ে এবং তার গভর্নমেন্ট এফিসিয়েন্সি দফতরের (ডিওজিই) কাজের বিষয়ে বলতে অনুরোধ করে ট্রাম্প খরচ কমানোর কর্মকাণ্ড ও প্রচারে এই ধনকুবেরের প্রতি নজিরবিহীন সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। ডিওজিই মন্ত্রিসভা স্তরের দফতর নয়।

মাস্ক আত্মবিশ্বাস প্রকাশ করেছেন, চলতি বছরে তিনি ৬.৭ ট্রিলিয়ন ডলার বাজেটকে কাটছাঁট করে ১ ট্রিলিয়ন ডলারে নামিয়ে আনতে পারেন। এই ধরনের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা সরকারি কর্মসূচিগুলিকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে, সেই সম্ভাবনা রয়েছে।

মাস্ক বলেছেন, এমন ব্যাপক ব্যয় সংকোচন ছাড়া “এই দেশ কার্যত দেউলিয়া হয়ে যাবে।”

XS
SM
MD
LG