অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্প-এর মন্ত্রীসভার প্রথম বৈঠক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রীসভার বৈঠক হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে আয়োজন করেছেন। বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫।

বৈঠকে ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ওয়াশিংটন আসবেন এবং রেয়ার আর্থ খনিজ ও অন্যান্য বিষয় নিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করবেন।

ট্রাম্প জনপ্রিয় স্বাস্থ্য এবং অবসর সুবিধা, যা মোট বাজেটের প্রায় অর্ধেক, কাটছাঁট না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ট্রাম্প বলেছেন, তার প্রস্তাবিত ৫ মিলিয়ন ডলারের "গোল্ড কার্ড" ভিসা যুক্তরাষ্ট্রের ঘাটতি কমানোর ক্ষেত্রে কাজে লাগবে এবং কর্মসংস্থান সৃষ্টিকারীদের আকর্ষণ করবে।

তিনি আরও বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে এই ভিসা বিক্রি শুরু করা হবে।

ট্রাম্প বলেছেন, তিনি কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর পরিকল্পিত শুল্ক বন্ধ করবেন না। তবে তিনি জানান, সব পণ্যের উপর না হলেও, অনেক পণ্যের উপর আরোপ করা হবে।

ডোজ (DOGE) প্রোগ্রামের প্রধান ইলন মাস্কও এই বৈঠকে উপস্থিত ছিলেন, যদিও তিনি মন্ত্রীসভার সদস্য নন।

মাস্ক বলেন, যুক্তরাষ্ট্রকে ঘাটতি থেকে এক ট্রিলিয়ন ডলার কমানোর জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। তিনি সতর্ক করেছেন যে, ব্যয় কাটছাঁট না করলে দেশ দেউলিয়া হয়ে যাবে।

ট্রাম্প প্রশাসন ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে ব্যাপক হারে তাদের কর্মী সংখ্যা কমানোর জন্য পরিকল্পনা প্রস্তুত করতে, যা যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিসের আকার আরও ছোট করে দেবে।


XS
SM
MD
LG