বুধবার যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রী ব্রুক রলিন্স বলেন যে বার্ড ফ্লু মোকাবিলায় যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে যার মধ্যে ডিম আমদানি বৃদ্ধির খরচও রয়েছে।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের এক উপাত্তে জানানো হয়েছে ২০২২ সাল থেকে গত তিন বছরে যুক্তরাষ্ট্রের মুরগির খামারগুলিতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় ১৬ কোটি সাত লক্ষ মুরগি মারা পড়েছে।
এই রোগ ২০২৪ সালের গোড়া থেকে প্রায় ১,০০০টি দুধ উৎপাদনকারী গরুর পাল এবং প্রায় ৭০ জন মানুষের সংক্রমণ ঘটেছে, যাদের মধ্যে একজন মারা গেছেন।
রলিন্স রাজ্যের কৃষি কর্মকর্তাদের এক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ খামারগুলিকে জীব-নিরাপত্তার নজরদারির জন্য ৫০ কোটি ডলার। যেসব কৃষককে বার্ড ফ্লুর কারণে তাদের মুরগি মেরে ফেলতে হচ্ছে, তাদের জন্য থাকবে ৪০ কোটি ডলার।
বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের উপ-সম্পাদকীয়তে রলিন্স বলেন, ইলন মাস্কের গভর্ণমেন্ট এফিশিয়ান্সি বিভাগ কৃষি বিভাগের যে ব্যয় সংকোচন করেছে সেখান থেকে কিছু অর্থ আসবে।
রলিন্স বলেন যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর মুরগির জন্য টিকার খোঁজে আছে কিন্তু তা ব্যবহারের অনুমতি দেয় নাই। ব্যবসায় সম্ভাব্য কি প্রভাব পড়তে পারে সে নিয়ে তারা মুরগিকে টিকা দেয়ার বিষয়ে বিভক্ত।
রলিন্স আরও বলেন, প্রশাসন ডিম আমদানি বাড়াতে এবং ডিমের রপ্তানি কমাতে চায় যাতে অভ্যন্তরীন ভাবে ডিমের সরবরাহ বাড়িয়ে রেকর্ড পরিমান উচ্চ মূল্য কমানো যায়। তুরস্ক বলেছে তারা জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৫,০০০ টন ডিম রপ্তানি করবে।
বার্ড ফ্লু মোকাবিলার জন্য মে মাসে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ৮০ কোটি ডলারেরও বেশি অর্থ বরাদ্দ করেছিল। মঙ্গলবার দ্য ন্যাশনাল এসোসিয়েশান অফ স্টেট ডিপার্টমেন্টস অফ এগ্রিকালচারের সম্মেলনে কৃষি বিভাগের একজন কর্মকর্তা বলেন ওই অর্থের মধ্যে ৪৫ কোটি ডলার এখনও পাওয়া যাবে।