ছবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের ওভাল অফিসে দেখা যাচ্ছে। মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫।
প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং মনোনয়নপ্রাপ্ত বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকও ওভাল অফিসে উপস্থিত ছিলেন।
ট্রাম্প স্বাস্থ্যসেবা খাতে মূল্য স্বচ্ছতার প্রয়োজনীয়তা পুনর্বহাল ও শক্তিশালী করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।
হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত পাঠ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার খরচ স্বচ্ছ ছিল না। ফলে হাসপাতাল এবং বীমা কোম্পানিগুলির উপকারে আসলেও রোগী, নিয়োগকর্তা এবং করদাতাদের ভুগতে হয়েছে।
অর্থমন্ত্রী, শ্রমমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী স্বচ্ছতার নিয়মগুলো কার্যকর এবং অনুসরণ নিশ্চিত করার দায়িত্বে আছেন। এর মধ্যে রয়েছে প্রকৃত মূল্য প্রকাশ করা, মূল্য সংক্রান্ত তথ্যকে মানানসই করা, এবং প্রয়োগ নীতিমালাগুলো আপডেট করা।
সেইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের বাজারে তামার সরবরাহ ও বিদেশ থেকে আমদানিকৃত তামার বিষয়ে আরেকটি আদেশে স্বাক্ষর করেছেন, যা হাওয়ার্ড লুটনিককে সম্ভাব্য শুল্ক বা বাণিজ্য বাধা আরোপের প্রক্রিয়া পর্যালোচনার দায়িত্ব দেয়।
আরও রয়েছে, কভিংটন অ্যান্ড বার্লিং আইন সংস্থার আইনজীবীদের নিরাপত্তা ক্লিয়ারেন্স স্থগিত করার নির্বাহী আদেশ।
তারা বিশেষ পরামর্শক জ্যাক স্মিথের সাথে কাজ করেছেন। স্মিথ ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনের ফলাফল পালটে দেওয়ার চেষ্টা এবং 'ক্লাসিফাইড' দলিলের অপব্যবহারের অভিযোগে ফেডারেল মামলা পরিচালনা করেছিলেন।
আদেশগুলিতে স্বাক্ষর করার পর ওভাল অফিসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একটি টুপি তুলে ধরেন, যাতে লেখা "ট্রাম্প সবকিছু সম্পর্কে সঠিক ছিলেন।"
ট্রাম্প মঙ্গলবার নতুন "গোল্ড কার্ড" পারমিটের একটি পরিকল্পনা প্রকাশ করেছেন, যা পাঁচ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করা হবে।
তিনি বলেছেন, রুশ ধনীরাও এর যোগ্য হতে পারেন।
ট্রাম্প বলেছেন, ঐতিহ্যবাহী গ্রিন কার্ডের একটি উচ্চমূল্যের সংস্করণ এই গোল্ড কার্ড। তার কথায়, এতে কর্মসংস্থান সৃষ্টিকারীদের আকর্ষণ করবে এবং যুক্তরাষ্ট্রের ঘাটতি কমানোর ক্ষেত্রে কাজে লাগতে পারে।
ট্রাম্প বলেছেন নতুন এই কার্ড যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জনের একটি মূল্যবান পথ তৈরি করে দেবে।
(সূত্র: এএফপি, রয়টার্স)