উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খানের (মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্ব) সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শিগগিরই এই পদত্যাগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার গুঞ্জনের মধ্যে মঙ্গলবার পদত্যাগ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাদের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে।
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কমিটির প্রধান সংগঠক সারজিস আলম।
নতুন দলের প্রধান হওয়ার সম্ভাবনা রয়েছে নাহিদের।