অ্যাকসেসিবিলিটি লিংক

 
গাজীপুরে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন

গাজীপুরে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন


গাজীপুরে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজীপুরে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

এমবিবিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক পদবি ব্যবহার বন্ধসহ ৫ দফা দাবিতে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। পরে তারা অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন।

ইন্টার্ন চিকিৎসকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে এই আন্দোলনে নামে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ক্লাস ও চিকিৎসা সেবা বর্জন করে তারা এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

তারা 'ছয় মাসের ডাক্তার, মামা বাড়ি আবদার', 'ভুয়া ডাক্তার বাংলা ছাড়', 'জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার'—এসব নানা স্লোগান দিয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে হাসপাতালের সামনে এসে মানববন্ধন ও সমাবেশ করেন।

এ সময় আন্দোলনকারীরা বলেন, চিকিৎসা সুরক্ষা আইনের বাস্তবায়ন, শূন্য পদের চিকিৎসক নিয়োগ, 'নামসর্বস্ব' ম্যাটসের কার্যক্রম বন্ধসহ তাদের সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সাম্প্রতিক ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে তারা এই পাঁচ দফা দাবি জানান।

XS
SM
MD
LG