ছবিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে গুয়ানতানামো উপসাগর পরিদর্শনকালে সৈন্যদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫।
কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের এই সামরিক ঘাঁটি সন্দেহভাজন জঙ্গিদের আটক রাখার জন্য পরিচিত। বর্তমানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন এটি অবৈধ অভিবাসীদের আটক রাখতে ব্যবহার করছে।
জানুয়ারিতে দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর নেভাল স্টেশন গুয়ানতানামো বে-তে তার প্রথম সফর এটি।
পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, হেগসেথ ওই ঘাঁটিতে মাইগ্রেন্ট অপারেশন্স সেন্টার ও গুয়ান্তানামো বে ডিটেনশন ফ্যাসিলিটিজসহ সব ধরনের মিশন কার্যক্রম সম্পর্কে ব্রিফিং পাবেন।
গুয়ান্তানামো বে-এর কারাগার ৯/১১’এর সন্ত্রাসী হামলার পর খোলা হয়েছিল এবং এটি যুদ্ধ ও পরবর্তী অভিযানগুলির সময় আটককৃত সন্ত্রাসীদের অনির্দিষ্টকাল ধরে আটকে রাখার জন্য ব্যবহৃত হয়ে আসছে।
গত মাসে, প্রেসিডেন্ট ট্রাম্প তার অবৈধ অভিবাসন বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গুয়ান্তানামো বে-তে ৩০,০০০ অবৈধ অভিবাসীকে আটকে রাখার একটি পরিকল্পনার কথা উল্লেখ করেন।
তার পর থেকে 'অতি বিপজ্জনক' হিসেবে চিহ্নিত অভিবাসীদের গুয়ান্তানামো বে কারাগারে পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।
গত সপ্তাহে 'আইস' ঘোষণা করে, তারা গুয়ান্তানামো বে থেকে আটক ১৭৭ জন অভিবাসীকে হন্ডুরাসে নিয়ে গেছে। সেখান থেকে তাদের ভেনিজুয়েলা সরকার গ্রহণ করবে।
এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, আটককৃতদের মধ্যে ১২০ জনের বেশি বিপজ্জনক অপরাধী রয়েছেন। এদের মধ্যে ভেনেজুয়েলার রাস্তার গ্যাং ট্রেন ডি আরাগুয়ার সদস্যরাও রয়েছে। এই গ্যাংটিকে যুক্তরাষ্ট্র বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
বৃহস্পতিবার নির্বাসিত আরও প্রায় ৫০ জনকে ঘাঁটির অভিবাসী স্থাপনায় রাখা হয়েছিল। এই স্থাপনা সহিংস নয় এমন ব্যক্তিদের রাখার জন্য বানানো হয়।
(সূত্র: এএফপি, ভিওএ)