দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার আনসেওং শহরের একটি হাইওয়ে নির্মাণ সাইটে সেতু ভেঙে পড়লে অন্তত দুইজন মারা গেছেন এবং সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫।
দুর্ঘটনাটি আনসেওং-এ সকাল ৯:৫০-এর দিকে ঘটে, যা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে প্রায় ৬৫ কিলোমিটার (বা ৪০ মাইল) দক্ষিণে অবস্থিত।
ইয়োনহাপ সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী পাঁচটি ৫০ মিটার (অথবা ১৬৪.০৪ ফুট) লম্বা স্টিলের কাঠামো ক্রেন দিয়ে তুলে হাইওয়ে সেতুটিকে ধরে রাখার পর স্টিলের কাঠামোগুলি এক এক করে ভেঙে পড়ে।
জাতীয় দমকল সংস্থা জানিয়েছে যে, এখনো পর্যন্ত দু'জন মারা গেছেন এবং সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক তার দপ্তরের মাধ্যমে জানান যে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার এবং আরও ক্ষতি রোধে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সকল কর্মী ও সম্পদ ব্যবহার করতে বলেছেন তিনি।