অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানিতে অভিযুক্ত ৪ হামাস সদস্যের বিচার শুরু


বার্লিনে ইউরোপজুড়ে অস্ত্র মজুদ সংগঠিত করার সন্দেহে অভিযুক্ত চারজন হামাস সদস্যের চেম্বার কোর্টে বিচারের সভাপতিত্ব করছেন বিচারক ডরিস হাশ। ২৫ ফেব্রুয়ারি, ২০২৫।
বার্লিনে ইউরোপজুড়ে অস্ত্র মজুদ সংগঠিত করার সন্দেহে অভিযুক্ত চারজন হামাস সদস্যের চেম্বার কোর্টে বিচারের সভাপতিত্ব করছেন বিচারক ডরিস হাশ। ২৫ ফেব্রুয়ারি, ২০২৫।

ইউরোপজুড়ে অস্ত্র মজুদ সংগঠিত করার সন্দেহে যুক্তরাষ্ট্র ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী হামাসের চার সদস্যের বিচার মঙ্গলবার জার্মানিতে শুরু হয়েছে।

দেশটির শীর্ষ প্রসিকিউটর ওই ব্যক্তিদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্যপদ থাকার অভিযোগ এনেছেন। জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানায়, এটি প্রসিকিউটরদের জন্য একটি পাইলট কেস।

প্রসিকিউটর ইয়োচেন ভাইনগার্টেন বলেন, “জার্মানিতে প্রথমবারের মতো বিদেশি সন্ত্রাসী সংগঠন হামাসের সদস্য হিসেবে কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হলো।”

গত বছর অভিযোগ দায়ের করার সময় প্রসিকিউটররা জানিয়েছিলেন, এসব ব্যক্তির বিরুদ্ধে কয়েক বছর আগে স্থাপিত কিছু অস্ত্রের ডিপো খুঁজে বের করার পাশাপাশি ইউরোপজুড়ে হামাসের জন্য নতুন অস্ত্র তৈরির অভিযোগ আনা হয়েছে। এই অস্ত্র দিয়ে তারা পরে ইউরোপে ইসরায়েলি ও ইহুদি লক্ষ্যুবস্তুতে হামলা চালাতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করতে পারে।

প্রসিকিউটররা জানান, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলার প্রস্তুতি হিসেবে এসব অস্ত্র ইউরোপে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। এই হামলায় প্রায় বারোশো জন মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এর সাথে প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।

এই হামলার পর গাজায় ইসরায়েলের বিমান ও স্থল আক্রমণ শুরু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এতে ৪৮ হাজার দুইশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়। নিহতের সংখ্যা গণনার ক্ষেত্রে যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করা হয়নি। মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু।

বার্লিনে ইসরায়েলি দূতাবাস, রাজধানীর টেম্পেলহফ বিমানবন্দরের আশেপাশের এলাকা এবং জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের রামস্টেইন বিমান ঘাঁটিতেও হামলার কথা বিবেচনা করেছে হামাস।

আব্দেল হামিদ আল এ, মোহাম্মদ বি, নাজিহ আর এবং ইব্রাহিম এল-আর-কে ২০২৩ সালের ডিসেম্বরে গ্রেপ্তার করা হয়। প্রসিকিউটররা জার্মান গোপনীয়তা আইন অনুযায়ী, কেবল প্রথম নাম এবং শেষ আদ্যক্ষর দ্বারা তাদের চিহ্নিত করেছেন।

প্রসিকিউটররা জোর দিয়ে বলেন, এই চারজনই হামাসের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

এরা ২০১৯ সালে বুলগেরিয়ায় এবং সেই বছরের শেষের দিকে ডেনমার্কে একটি অস্ত্র মজুদ স্থাপন করেছিল বলে অভিযোগ রয়েছে। তারা পোল্যান্ডে জায়গা খোঁজার চেষ্টা করেও ব্যর্থ হন বলে জানান প্রসিকিউটররা।

XS
SM
MD
LG