অ্যাকসেসিবিলিটি লিংক

 
চট্টগ্রাম বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন

চট্টগ্রাম বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় ঢাকার ধানমন্ডির বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছেন ৮২ বছর।

আব্দুল্লাহ আল নোমানের ব্যাক্তিগত সহকারী নূরুল আজিম হিরু সংবাদ সংস্থা ইউএনবিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, "সকালে আবদুল্লাহ আল নোমান কিছুটা অসুস্থ বোধ করলে তাকে সঙ্গে সঙ্গে স্কয়ার হাসপাতালে নেওয়ার আগেই বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।"

প্রবীণ এই নেতার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আব্দুল্লাহ নোমানের মৃত্যুতে চট্টগ্রামসহ সারা দেশের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকায় জানাজা শেষে তার লাশ চট্টগ্রামে নেওয়া হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকার কথা ছিল আবদুল্লাহ আল নোমানের। তবে মৃত্যুর পর সমাবেশটি স্থগিত করা হয়েছে।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়া এই রাজনীতিবিদ ছিলেন ছাত্র ইউনিয়ন ও মাওলানা ভাসানীর দল ন্যাপের কর্মী পরে ১৯৮১ সালে জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন তিনি।

১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল্লাহ আল নোমান।

XS
SM
MD
LG