ছবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিতে দেখা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সোমবার ইউক্রেন নিয়ে তাদের পরিষ্কার মতপার্থক্য জনসমক্ষে তুলে ধরেন। এর মধ্যে দিয়ে রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতি অর্জনে ট্রাম্পের প্রচেষ্টা নিয়ে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মতবিরোধ প্রকাশ্যে চলে আসে।
দিনব্যাপী আলোচনার সময় দুই নেতা, ট্রাম্প এবং ম্যাক্রোঁর মধ্যে অনেক বছরের সম্পর্কের উপর গড়া ঘনিষ্ঠতা দেখা যায়।
ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকিকে স্বৈরশাসক হিসেবে অভিহিত করেন, কিন্তু তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বৈরশাসক বলতে অস্বীকৃতি জানান। ম্যাক্রোঁ বলেন এটা পরিষ্কার যে এই সংঘাতে রাশিয়া “হচ্ছে আগ্রাসী।”
ট্রাম্প যত শীঘ্র সম্ভব যুদ্ধ বিরতির জন্য আশা প্রকাশ করেন, এবং বলেন যে তিনি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধ বিরতির জন্য চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন চুক্তি নিয়ে সমঝোতা হলে তিনি মস্কোতে পুতিনের সাথে সাক্ষাৎ করবেন। অন্যদিকে, ম্যাক্রোঁ আরও ধীর গতির প্রচেষ্টার আহ্বান জানান। যুদ্ধ বিরতি দিয়ে শুরু, তারপর নিরাপত্তা গ্যারান্টিসহ শান্তি চুক্তি।
দুই নেতা অবশ্য শান্তি চুক্তি সম্পন্ন হবার পড়ে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে একমত হন।