আফগান নারীদের একটি রেডিও স্টেশন পুনরায় সম্প্রচার চালু করতে চলেছে। এক বিদেশী টিভি চ্যানেলের “অনুমোদনহীন” বিষয়বস্তু ও লাইসেন্সের অনুপযুক্ত ব্যবহারের কথা উল্লেখ করে তালিবান তাদের কার্যক্রম বাতিল করেছিল।
ঐ দেশ থেকে যুক্তরাষ্ট্র ও নেটো সেনা প্রত্যাহারের পর তালিবান ক্ষমতা দখল করার পাঁচ মাস আগে, অর্থাৎ ২০২১ সালের মার্চে আন্তর্জাতিক নারী দিবসে রেডিও বেগম চালু হয়েছিল।
কেবলমাত্র আফগান নারীরাই এই স্টেশনের সমস্ত কন্টেন্ট বা বিষয়বস্তু প্রযোজনা করেন। এদের সহযোগী উপগ্রহ চ্যানেল বেগম টিভি ফ্রান্স থেকে পরিচালিত হয় এবং আফগান স্কুলের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম নিয়ে অনুষ্ঠান সম্প্রচার করে। তালিবান সে দেশে নারী ও মেয়েদের ষষ্ঠ শ্রেণির পর শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করেছে।
তালিবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় শনিবার রাতে এক বিবৃতি জারি করে বলেছে, রেডিও বেগম পুনরায় কার্যক্রম শুরু করতে “বারবার অনুরোধ করেছে” এবং কর্তৃপক্ষের কাছে এই স্টেশন অঙ্গীকার করায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
এই বিবৃতিতে আরও বলা হয়েছে, এই স্টেশন অঙ্গীকার করেছে, “সাংবাদিকতার নীতি ও ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানের বিধিনিয়ম মেনে সম্প্রচার করা হবে এবং ভবিষ্যতে কোনও নিয়ম লঙ্ঘন করবে না।”
এই নীতি ও বিধিনিয়মগুলি কী তার বিস্তারিত ব্যাখ্যা দেয়নি মন্ত্রণালয়। এই বিষয়ে মন্তব্যের জন্য রেডিও বেগমকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ক্ষমতা দখলের পর থেকে তালিবান নারীদের শিক্ষা, বিভিন্ন ধরনের পেশা ও জনপরিসর থেকে বহিষ্কার করেছে। তালিবান সংবাদমাধ্যমের উপর তাদের নিয়ন্ত্রণ জোরালো করায় সাংবাদিকরা, বিশেষ করে নারী সাংবাদিকরা চাকরি হারিয়েছেন।