অ্যাকসেসিবিলিটি লিংক

 
ট্রাম্প প্রশাসন ইউএসএআইডি'র কার্যক্রম সীমিত করতে অনেককে ছুটিতে পাঠিয়েছে

ট্রাম্প প্রশাসন ইউএসএআইডি'র কার্যক্রম সীমিত করতে অনেককে ছুটিতে পাঠিয়েছে


ওয়াশিংটনে ইউএসএআইডি'র প্রাক্তন সদর দফতরের সামনে দিয়ে দু'জন পথচারী হেঁটে যাচ্ছেন। ফটোঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫।
ওয়াশিংটনে ইউএসএআইডি'র প্রাক্তন সদর দফতরের সামনে দিয়ে দু'জন পথচারী হেঁটে যাচ্ছেন। ফটোঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর অল্প কিছু কর্মী বাদে বিশ্বব্যাপী বাকি সবাইকে ছুটিতে পাঠাচ্ছে এবং যুক্তরাষ্ট্র-ভিত্তিক ২ হাজার পোস্ট বন্ধ করে দিচ্ছে।

এই পদক্ষেপ ছিল, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার ব্যয় সংকোচনের মিত্র ইলন মাস্ক-এর ভাষায়, ফেডারেল সরকারের আকার কমানোর বৃহত্তর প্রচারণায় তাদের লক্ষ্য হিসেবে ছয় দশকের পুরনো এই ত্রাণ ও উন্নয়ন সংস্থাটিকে নিয়ে তাদের সর্বশেষ এবং সবচেয়ে বড় পদক্ষেপ।

শুক্রবার একজন ফেডারেল বিচারক যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে ইউএসএইডের হাজার হাজার কর্মীকে চাকরিচ্যুত করার পরিকল্পনা নিয়ে প্রশাসনকে এগিয়ে নেয়ার অনুমোদন দেয়ার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জেলা জজ কার্ল নিকোলস সরকারের পরিকল্পনা সাময়িকভাবে আটকেরাখার জন্য কর্মচারীদের একটি মামলা প্রত্যাখ্যান করেন।

ইউএসএআইডির কর্মীদের পাঠানো নোটিসে বলা হয়, “২৩ ফেব্রুয়ারি, ২০২৫ রবিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত, মিশনের জন্য গুরুত্বপূর্ণ কার্যক্রম, মূলনেতৃত্ব এবং/অথবা বিশেষভাবে মনোনীত কর্মসূচির জন্য দায়ী মনোনীত কর্মী ব্যতীত ইউএসএআইডির সরাসরি নিয়োগপ্রাপ্ত সমস্ত কর্মীকে বিশ্বব্যাপী প্রশাসনিক ছুটিতে রাখা হবে।”

একইসাথে, সংস্থাটি বলেছে, তারা জনশক্তি হ্রাস করা শুরু করেছে; এর ফলে তারা যুক্তরাষ্ট্র-ভিত্তিক ২ হাজার কর্মীকে অপসারণ করবে।

ইউএসএআইডি পরিচালনাকারী ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত ডেপুটি এডমিনিস্ট্রেটর পিট মারোক্কো ইঙ্গিত দিয়েছেন, তিনি ৬০০ মূলত যুক্তরাষ্ট্র-ভিত্তিক ইউএসএআইডি কর্মীকে কাজে রাখার পরিকল্পনা করছেন, আংশিকভাবে ইউএসএআইডি স্টাফ ও তাদের পরিবারের বিদেশ ভ্রমণের ব্যবস্থা করার জন্য।

মন্তব্য জানতে চেয়ে বার্তা পাঠানো হলে ইউএসএআইডি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে তার জবাব দেয়নি।

এই পদক্ষেপ সংস্থাটি ভেঙে ফেলার জন্য এক মাসব্যাপী প্রচেষ্টা আরও ত্বরান্বিত করেছে। প্রচেষ্টাসমূহের মধ্যে ওয়াশিংটনে এর সদর দপ্তর বন্ধ করা এবং সমস্ত বিদেশি সহায়তা স্থগিত করা, বিশ্বব্যাপী হাজার হাজার সহায়তা ও উন্নয়ন কর্মসূচি বন্ধ করার মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প এবং মাস্কের যুক্তি, ইউএসএআইডির কাজ একটি অপচয় এবং এটি লিবালের এজেন্ডাকে সামনে এগিয়ে নিয়ে যায়।

XS
SM
MD
LG