জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করবে ছাত্র নেতৃত্বের নতুন রাজনৈতিক দল।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
তিনি জানান, "আগামী শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নতুন এই দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।"
এই অনুষ্ঠানে জুলাই-অগাস্টের আন্দোলনে নিহতদের পরিবার, আহত ছাত্র জনতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত থাকবেন।
দেশের বিভিন্ন রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন সারজিস আলম।
সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানান, "নতুন রাজনৈতিক দল ও দলীয় প্রতীক নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ এসেছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।"
এর আগে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই সরকারের পদ থেকে সরে গিয়ে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম।
তিনি মনে করেন, সরকারে চাকরি করার চেয়ে সরাসরি জনগণের সঙ্গে কাজ করা বেশি গুরুত্বপূর্ণ।
১৫ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, "সরকারের (থাকার) চেয়ে জনগণের সঙ্গে কাজ করা, মাঠে যাওয়া যদি বেশি জরুরি বলে মনে হয়, তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব।"
৫ আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, এরপর বাংলাদেশে অধ্যাপক মুহম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, যেখানে ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ উপদেষ্টার দায়িত্ব পান।
এরপর বাংলাদেশে জাতীয় নাগরিক কমিটি নামে একটি রাজনৈতিক সংগঠন তৈরি হয়।