অ্যাকসেসিবিলিটি লিংক

 
রাশিয়া ও ইউক্রেনের মধ্যেকার যুদ্ধ বন্ধের প্রস্তাবে ভোট হতে চলেছে জাতিসংঘে

রাশিয়া ও ইউক্রেনের মধ্যেকার যুদ্ধ বন্ধের প্রস্তাবে ভোট হতে চলেছে জাতিসংঘে


ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের তিন বছর পূর্তির দিনে ইইউ সদর দফতরে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের পতাকা উড়ছে। ব্রাসেলস। ২৪ ফেব্রুয়ারি, ২০২৫।
ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের তিন বছর পূর্তির দিনে ইইউ সদর দফতরে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের পতাকা উড়ছে। ব্রাসেলস। ২৪ ফেব্রুয়ারি, ২০২৫।

ইউক্রেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র একটি খসড়া প্রস্তাব ও ইউক্রেনের আরেকটি খসড়া তৈরি করেছে এবং এতে সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার জাতিসংঘে সেই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হতে চলেছে।

জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনের প্রস্তাব ও তারপর যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ভোট দেবে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ পরের দিকে ঐ প্রস্তাবে তাদের ভোট দেবে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে “সংঘাতের দ্রুত অবসান এবং ইউক্রেন ও রুশ ফেডারেশনের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি”র আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে ইউক্রেনের উপর রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের কথা উল্লেখ করা হয়নি; তিন বছর আগে এক সোমবার এই আগ্রাসন শুরু হয়েছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার বলেন, এই প্রস্তাব “নিশ্চিত করবে, এই সংঘাত ভয়াবহ; এটি বন্ধ করতে জাতিসংঘ সাহায্য করতে পারে এবং শান্তি সম্ভব।

ইউক্রেনের প্রস্তাব আরও দীর্ঘ ও বিস্তারিত। এতে বলা হয়েছে, রুশ আগ্রাসন “তিন বছর অব্যাহত রয়েছে এবং শুধু ইউক্রেন নয়, বরং অন্যান্য অঞ্চল ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বিধ্বংসী ও দীর্ঘস্থায়ী পরিণতি ডেকে আনতে চলেছে।”

ইউক্রেনের খসড়ায় বলা হয়েছে, সাধারণ পরিষদের সভা কর্তৃক গৃহীত আগের প্রস্তাবগুলি সম্পূর্ণভাবে প্রযুক্ত হওয়া দরকার; এই প্রস্তাবের মধ্যে রয়েছে ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত থেকে রাশিয়াকে সার্বিক প্রত্যাহারের আহ্বান।

ঐ সভার প্রস্তাবগুলি মানা আইনিভাবে বাধ্যতামূলক নয়, তবে এগুলি আন্তর্জাতিক গোষ্ঠীর নৈতিক ওজন বহন করে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার জেনেভাতে জাতিসংঘের মানবাধিকার পরিষদে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, “এই সংঘাত বন্ধ করতে এবং জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন ও সাধারণ সভার প্রস্তাব মেনে ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি অর্জনে সব রকম উদ্যোগ নিতে হবে” দেশগুলিকে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেন ও ইউরোপের সঙ্গে সমঝোতা করতে রাশিয়া প্রস্তুত, তবে “রুশ ফেডারেশনের জন্য মানানসই এমন দৃঢ় ও টেকসই ফলাফল যদি সমঝোতা থেকে উঠে আসে তবেই আক্রমণ বন্ধ করবে” রাশিয়া।

XS
SM
MD
LG