অ্যাকসেসিবিলিটি লিংক

সাজেকে ভয়াবহ আগুনে অন্তত ১৫টি রিসোর্ট-কটেজ ক্ষতিগ্রস্ত


২৪ ফেব্রুয়ারি সাজেক থেকে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।
২৪ ফেব্রুয়ারি সাজেক থেকে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।

রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ আগুনে অন্তত ১৫টি রিসোর্ট ও কটেজ এবং দোকান পুড়ে গেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, "সোমবার দুপুরে প্রথমে সাজেক অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে এরই মধ্যে সাজেক অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রেস্টুরেন্ট, মারুয়াতি রেস্টুরেন্টসহ ১৫টি রিসোর্ট ও কটেজ পুড়ে ছাই হয়ে গেছে।"

স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন এবং ২৭ ও ৫৪ বিজিবির সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুণ নিয়ন্ত্রণে আসেনি।

সাজেকের হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্রজিৎ চাকমা জানান, "আগুন নেভাতে সেনাবাহিনী ও স্থানীয় লোকজন চেষ্টা চালাচ্ছেন। ইতোমধ্যে ১৫ থেকে ১৬টি রিসোর্ট পুড়ে গেছে। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস সাজেকে পৌঁছাতে কমপক্ষে দুই ঘণ্টা লেগে যায়।"

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, "দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে।"

বর্তমানে আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয় লোকজন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা পরে জানা যাবে বলে জানান তিনি।

XS
SM
MD
LG