অ্যাকসেসিবিলিটি লিংক

 
কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে ‘দুর্বৃত্তদের হামলা’, এক যুবক নিহত

কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে ‘দুর্বৃত্তদের হামলা’, এক যুবক নিহত


কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির কাছে সমিতি পাড়ায় তোলা ছবি
কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির কাছে সমিতি পাড়ায় তোলা ছবি

কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির কাছে সমিতি পাড়ায় 'দুর্বৃত্তদের হামলায়' একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এই হামলার ঘটনা ঘটে।

নিহত শিহাব কবির নাহিদ পিটিআইয়ের সাবেক পুলিশ সুপার নাসির উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক আহসান হাবিব পলাশ।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) দাবি করেছে, সোমবার বিমান বাহিনীর ঘাঁটিতে 'অতর্কিত হামলা' চালায় কিছু দুর্বৃত্ত।

বাংলাদেশ বিমান বাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও আইএসপিআর জানায়।

কক্সবাজার বিমান ঘাঁটির কাছে সংঘর্ষের মধ্যে যে তরুণের মৃত্যু হয়েছে, তিনি বিমান বাহিনীর গুলিতে মারা যাননি বলছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, “একটি কুচক্রী মহল বিমান বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাহিনীর গুলিতে উক্ত যুবক নিহত হয়েছে বলে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা সত্যি নয়।”

বাংলাদেশের সশস্ত্র বাহিনীগুলোর এই জসংযোগ পরিদপ্তর থেকে দাবি করা হয়েছে, “গুলির খোসার ছবি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, উক্ত খোসাটি ফাঁকা গুলির যা প্রাণঘাতি নয় এবং শুধুমাত্র শব্দ তৈরি করে।"

যুবক নিহতের ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীর শোক ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে।

নিহতের পিতা স্থানীয় সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তার ছেলে বিমান বাহিনীর গুলিতে মারা গেছেন।

XS
SM
MD
LG