ছবিতে হোয়াইট হাউসের ইস্ট রুমে আয়োজিত জাতীয় গভর্নরস অ্যাসোসিয়েশন নৈশভোজ এবং সংবর্ধনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দেখা যাচ্ছে। শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫।
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ছিলেন তার সঙ্গে, এবং মন্ত্রিপরিষদ সদস্যও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
ট্রাম্প রিসেপশনে উপস্থিত ৮ জন নতুন গভর্নর এবং যারা সম্প্রতি শপথ নিয়েছেন তাদেরকেও স্বাগত জানান।
হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট মন্ত্রী স্কট টার্নার একটি প্রার্থনা পাঠ করেন, এবং প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত থেকে তা শোনেন।
অনুষ্ঠানে, টার্নার এই সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আবাসন চ্যালেঞ্জ মোকাবিলায় ফেডারেল এবং রাজ্য সরকারগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
প্রেসিডেন্ট ট্রাম্প অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যেখানে তিনি গভর্নরদের মধ্যে ঐক্য এবং যুক্তরাষ্ট্রের শক্তির উপর জোর দেন।
তিনি নৈশভোজ আয়োজন করার জন্য মেলানিয়ার পরিশ্রম এবং এই আয়োজনে বড় হোক ছোট হোক, সব দিকে নজর রাখার কথা উল্লেখ করে তার প্রশংসা ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হোয়াইট হাউসে অনুষ্ঠানের আগে ট্রাম্প কনজারভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্সে (সিপ্যাক) সম্মেলনে অংশ নিচ্ছিলেন।
ট্রাম্প সেখানে বলেছেন, তার প্রশাসন কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কর্মী ছাঁটাই ও সরকারের আকার কমানোর যে ব্যাপক উদ্যোগ হাতে নিয়েছে, “এমনটা এর আগে আর কেউ দেখেনি”।
প্রেসিডেন্ট তার শাসনামলের প্রথম কয়েক সপ্তাহ ব্যয় করেছেন এই যুক্তি দিয়ে যে নভেম্বরে ভোটাররা তাকে সরকার সংস্কার করার, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিযান পরিচালনা করার এবং কর কমানোর পরিধি সম্প্রসারণ করার ম্যান্ডেট দিয়েছে, যা তার প্রথম মেয়াদেও প্রশাসনের উল্লেখযোগ্য নীতি ছিল।