অ্যাকসেসিবিলিটি লিংক

 
ট্রাম্পঃ সরকারি কর্মকর্তা ছাঁটাই কর্মসূচী নিয়ে রক্ষণশীলদের সম্মেলনে প্রেসিডেন্টের সন্তোষ প্রকাশ

ট্রাম্পঃ সরকারি কর্মকর্তা ছাঁটাই কর্মসূচী নিয়ে রক্ষণশীলদের সম্মেলনে প্রেসিডেন্টের সন্তোষ প্রকাশ


সিপ্যাক সম্মেনলন মঞ্চে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফটোঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫।
সিপ্যাক সম্মেনলন মঞ্চে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফটোঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫।

ডনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কর্মী ছাঁটাই ও সরকারের আকার কমানোর যে ব্যাপক উদ্যোগ হাতে নিয়েছে, “এমনটা এর আগে আর কেউ দেখেনি”।

ওয়াশিংটনের শহরতলীতে শনিবার কনজারভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্সে (সিপ্যাক) আগত ভক্ত-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প জানান, “আমরা একটি নতুন ও টেকসই রাজনৈতিক সংখ্যাগরিষ্ঠতা তৈরি করতে চলেছি যা আমেরিকান রাজনীতিকে আগামী কয়েক প্রজন্মজুড়ে পরিচালিত করবে।”

প্রেসিডেন্ট তার শাসনামলের প্রথম কয়েক সপ্তাহ ব্যয় করেছেন এই যুক্তি দিয়ে যে নভেম্বরে ভোটাররা তাকে সরকার সংস্কার করার, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিযান পরিচালনা করার এবং কর কমানোর পরিধি সম্প্রসারণ করার ম্যান্ডেট দিয়েছে, যা তার প্রথম মেয়াদেও প্রশাসনের উল্লেখযোগ্য নীতি ছিল।

এক ঘণ্টার বেশি সময় ধরে দেওয়া বক্তব্যে ট্রাম্প পূর্বাভাস দেন, রিপাবলিকান পার্টি সেই ইতিহাসকে ভুল প্রমাণ করবে, যেখানে দেখা গেছে প্রথাগতভাবে প্রেসিডেন্টের দল কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে টালমাটাল অবস্থায় থাকে। রিপাবলিকানদের বিষয়ে তিনি বলেন, “আমার মনে হয় না আমরা কখনো এই পর্যায়ে এসেছি। সম্ভবত কখনোই নয়।”

“কেউ কখনো এরকম কিছু দেখেনি, এবং আমরা যেরকম চারটি সপ্তাহ দেখেছি, সেরকমও কেউ কখনো দেখেনি”, বলেন ট্রাম্প। তিনি তার নতুন প্রশাসনের উদ্বোধনী মাসটিকে গলফ খেলায় পরপর চারটি 'হোল' দ্রুত সম্পন্ন করার সাফল্যের সঙ্গে তুলনা করেন এবং জানান, এতে তিনি পঞ্চমটি নিয়েও আত্মবিশ্বাস পেয়েছেন।

(FILES) Elon Musk speaks during the annual Conservative Political Action Conference (CPAC) at the Gaylord National Resort & Convention Center at National Harbor in Oxon Hill, Maryland, on February 20, 2025.
টেসলা গাড়ি, স্পেস এক্স এবং সামাজিক মাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্ক সিপ্যাক সম্মেলনে বক্তব্য রাখছেন। ফটোঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫।

ট্রাম্প ধনকুবের ইলন মাস্ককে ছাঁটাই কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব দিয়েছেন; মাস্ক শনিবার অঙ্গীকার করেন, এরকম উদ্যোগ আরও আসতে পারে।

নিজস্ব মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে মাস্ক বলেন, “প্রেসিডেন্ট @রিয়েলডনাল্ডট্রাম্পের (ট্রাম্পের এক্স হ্যান্ডেল) নির্দেশনার সঙ্গে তাল মিলিয়ে, খুব শিগগির কেন্দ্রীয় সরকারের সকল কর্মী একটি ইমেইল পাবেন, যেখানে তারা গত সপ্তাহে কি কি কাজ করেছেন, সে বিষয়টি বোঝার জন্য প্রশ্ন থাকবে।” এ ক্ষেত্রে “উত্তর দিতে কেউ ব্যর্থ হলে সেটাকে পদত্যাগপত্র জমা দেওয়া হিসেবে বিবেচনা করা হবে।”

ট্রাম্প একইসঙ্গে শনিবার বারবার বলেছেন, তিনি আরও কঠোর অভিবাসন নীতিমালা চালু করবেন। কিন্তু তার সেসব উদ্যোগকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে তার প্রশাসনের গণহারে সরকারি কর্মকর্তা ছাঁটাইয়ের ঘটনাটি।

তিনি ঘোষণা দেন, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট নামে একটি এজেন্সির কলেবর উল্লেখযোগ্য পরিমাণে কমানো হয়েছে। ওই সংস্থার ওয়াশিংটন কার্যালয়ের নিয়ন্ত্রণ নেবেন শুল্ক ও সীমান্ত প্রতিরক্ষা কর্মকর্তারা।

“ওই সংস্থার সাবেক ভবন থেকে তাদের নাম মুছে ফেলা হয়েছে”, বলেন তিনি।

প্রেসিডেন্ট তার আগের একটি অঙ্গীকারের পুনরাবৃত্তি করে বলেন, তার প্রশাসন ফোর্ট নক্সে রাখা স্বর্ণের রিজার্ভ পরখ করে দেখবে।

“আমাদের সঙ্গে কেউ যোগ দিতে চান?”, উল্লসিত জনতার উদ্দেশে বলেন তিনি। “আমরা দেখতে চাই সেখানে এখনো স্বর্ণ রয়েছে কি না।”

XS
SM
MD
LG