অ্যাকসেসিবিলিটি লিংক

সিপ্যাক সম্মেলনে বক্তব্য রাখছেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার (২২ ফেব্রুয়ারি) বলেছেন, হাজার হাজার ফেডারেল কর্মচারীকে বরখাস্ত এবং সরকারের আকার সংকুচিত করার জন্য তার প্রশাসনের ব্যাপক এই প্রচেষ্টা "কেউ কখনও দেখেনি"। শনিবার ওয়াশিংটনের শহরতলিতে কনজারভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্সে তিনি বক্তব্য রাখেন।

সেইসাথে বক্তব্য দানকালে তিনি ওয়াশিংটনে "আধিপত্য বিস্তার" এবং আমলাদের বরখাস্ত করার জন্য নিজেকে অভিনন্দন জানিয়েছেন।

"আমরা একটি নতুন এবং স্থায়ী রাজনৈতিক সংখ্যাগরিষ্ঠতা তৈরি করতে যাচ্ছি যা আগামী প্রজন্মের জন্য আমেরিকান রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে," বলে ট্রাম্প তার বক্তব্যে প্রতিশ্রুতি দেন।

তিনি তার অভিবাসন নীতি এবং ফোর্ট নক্সে দেশের স্বর্ণের রিজার্ভ পরীক্ষা করার পরিকল্পনা নিয়েও কথা বলেছেন।


XS
SM
MD
LG